Health

অস্ট্রেলিয়ার পর আরও ৫টি দেশ মান্যতা দিল ভারতের কোভ্যাক্সিনকে

অস্ট্রেলিয়াই প্রথম দেশ যারা ভারতের তৈরি করোনা প্রতিষেধক টিকা কোভ্যাক্সিনকে মান্যতা দিয়েছিল। এবার আরও ৫টি দেশ সোমবার মান্যতা দিল ভারতের কোভ্যাক্সিনকে।

ভারতে টিকা প্রদান শুরুর পর ২টি টিকা প্রদান করা হচ্ছিল দেশবাসীকে। একটা অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কোভিশিল্ড এবং ভারতের সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। কোভ্যাক্সিনই ছিল প্রথম দেশে তৈরি করোনা প্রতিষেধক টিকা যা সরকারের মান্যতা পায় এবং তা দেশবাসীকে দেওয়াও হয়। যা এখনও দেওয়া হচ্ছে।

এদিকে কোভ্যাক্সিনের ২টি ডোজ নেওয়ার সার্টিফিকেট কিন্তু অন্য দেশে গ্রাহ্য হচ্ছেনা। এর পিছনে বড় কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান্যতা। যা তারা এখনও কোভ্যাক্সিনকে প্রদান করেনি।

এখনও বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে হু। সেইসব নথি খতিয়ে দেখে তারা কবে কোভ্যাক্সিনকে কবে মান্যতা দেয় সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ।

হু এখনও মান্যতা না দিলেও তাদের দেশে কেউ কোভ্যাক্সিনের ২টি ডোজ নিয়ে ঢুকলে কোনও সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াই হল বিশ্বের প্রথম দেশ যারা এই মান্যতা দিল। কিন্তু ভারতের জন্য খুশির আরও কারণ ছিল।

অস্ট্রেলিয়ার পর সোমবারই আরও ৫টি দেশ কোভ্যাক্সিনকে একই মান্যতা দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, অস্ট্রেলিয়া ছাড়াও আরও ৫টি দেশ কোভ্যাক্সিনের ২টি ডোজের সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে। এগুলি হল, মঙ্গোলিয়া, এস্তোনিয়া, মরিশাস, কিরঘিজস্তান এবং স্টেট অফ প্যালেস্টাইন।

একদিনে ৬টি দেশের মান্যতা কিন্তু ভারতীয়দের মুখে হাসি ফুটিয়েছে। যা হয়তো হু-কেও দ্রুত কোভ্যাক্সিনকে মান্যতা দিতে প্রভাবিত করবে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *