Health

ব্রিটেন, আমেরিকায় প্রবলভাবে বাড়ছে করোনা সংক্রমণ

কয়েক সপ্তাহ শান্ত থাকার পর ফের বিশ্বজুড়ে মাথা চাড়া দেওয়া শুরু করল করোনা সংক্রমণ। ব্রিটেন, আমেরিকায় যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তা চিন্তার কারণ হয়েছে।

বিশ্বজুড়ে করোনা কিছুটা যেন শান্ত হয়েছিল গত কয়েক সপ্তাহে। কিন্তু তা ফের মাথা চাড়া দিতে শুরু করল। আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে যে করোনার তৃতীয় ঢেউ এখন বিশ্বে প্রাথমিক অবস্থায় রয়েছে। যার অন্যতম কারণ হতে চলেছে করোনার ডেল্টা প্রকার।

এই ডেল্টা প্রকার অত্যন্ত সংক্রামক। বিশ্বের ১১১টি দেশে ডেল্টা প্রকার ছড়িয়ে পড়েছে। হু-এর সতর্কতার মধ্যেই কিন্তু ব্রিটেন জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে ৫০ হাজার পার করেছে ব্রিটেনে সংক্রমণ। যা গত জানুয়ারির পর সেখানে এই প্রথম দেখা গেল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ব্রিটেনে আনলক পর্ব চলছে। সেখানে ৪ ধাপে করোনা সংক্রান্ত লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তার ৩টি ধাপ অতিক্রান্ত। আগামী সোমবার চতুর্থ ধাপও শেষ হওয়ার কথা।

তারপর থেকে ব্রিটেনে আর কোনও করোনা বিধিনিষেধ থাকছে না। তার আগেই যেভাবে করোনা হুহু করে বাড়তে শুরু করেছে সেখানে তাতে বিজ্ঞানীরা কিন্তু আগামী সোমবার থেকে আপাতত যে নিয়ন্ত্রিত লকডাউন বিধি চলছে তা তুলে নেওয়ার পক্ষপাতী নন।

ব্রিটেনে যখন এই পরিস্থিতি তখন আমেরিকাতেও হুহু করে ছড়াচ্ছে করোনা। আমেরিকার ৫০টি রাজ্যে সমানতালে বাড়ছে করোনা সংক্রমণ। বলা হচ্ছে এবার আমেরিকায় করোনা ছড়াচ্ছে টিকা না নেওয়াদের কারণে।

এই ঢেউকে টিকা না নেওয়াদের করোনা ঢেউ বলে ব্যাখ্যা করা হচ্ছে সেখানে। গত ১ সপ্তাহে আমেরিকায় হাসপাতালে ভর্তি বেড়েছে ৩৬ শতাংশ। মৃত্যু বেড়েছে ২৬ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More