World

আবিষ্কার হল বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার জাল, বাস করে লক্ষাধিক মাকড়সা

আবিষ্কার হল বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার জাল। একটি গুহার মধ্যে সেই মাকড়সার জাল রীতিমত হতবাক করে দিয়েছে বিজ্ঞানীদের। সেখানে যত মাকড়সা বাস করে তাও অবিশ্বাস্য।

একটা গুহার অনেকটা গভীরে পৌঁছেছিলেন গবেষকেরা। এমন এক গুহা যার ভিতরে সূর্যের আলো প্রবেশ করেনা। এখানে চির অন্ধকার বিরাজ করে। গুহাটির ছাদ বেশ নিচু। আশপাশে সালফারের প্রাধান্য রয়েছে। যা সেখানে বিষাক্ত আবহাওয়ার সৃষ্টি করেছে।

সূর্যের আলো না দেখা এই গুহাটির দেওয়ালেই পাওয়া গেল একটি বিশাল মাকড়সার জাল। ১ হাজার ১৪০ বর্গ ফুট এলাকা নিয়ে এই মাকড়সাদের কলোনি দেখতে সিল্কের মত।

চকচক করে সেই ঠাসবুনোট জাল। যেখানে বাস করে ১ লক্ষের ওপর মাকড়সা। এমন এক আবিষ্কার রীতিমত নজর কেড়েছে বিশ্বের প্রাণি বিজ্ঞানী সহ সাধারণ মানুষকে।

গ্রিস ও আলবেনিয়ার সীমান্তের কাছে এই গুহাটি অবস্থিত। যা অত্যন্ত গভীর। হাইড্রোজেন সালফার গ্যাসে ভরা সেই গুহায় আবিষ্কারের খোঁজে প্রবেশ করেছিলেন একদল গবেষক। তাঁরাই বিশ্বের এখনও পর্যন্ত খোঁজ পাওয়া সবচেয়ে বড় এই মাকড়সার জালের খোঁজ পেলেন।

এই গুহাকে সালফার কেভ বলেই ডাকছেন বিজ্ঞানীরা। সেখানে এই মাকড়সাদের নিশ্চিন্ত কলোনি আগামী দিনে প্রাণি বিজ্ঞানের গবেষণাতেও বড় ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

মাকড়সারা যে এভাবে কলোনি তৈরি করে এতজন একসঙ্গে বাস করে তাও এই প্রথম দেখতে পাওয়া গেল। ফলে সেটাও আগামী দিনে মাকড়সাদের সম্বন্ধে জানতে সাহায্য করবে। এটাও একটা নজর কাড়া বিষয় যে এই বিশাল মাকড়সার জালে ২ প্রজাতির মাকড়সা বাস করে। তাও আবার একসঙ্গে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *