গুজরাটের সুরাটে জিএসটি নিয়ে প্রবল বিক্ষোভে চলল পুলিশের লাঠি

বস্ত্র ব্যবসায় জিএসটি বসেছে ৫ শতাংশ। সেই হার অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বস্ত্র ব্যবসায় জিএসটি লাগু করা চলবে না। এই দাবিতে সোমবার গুজরাটের সুরাটে মিলিত হলেন কয়েক হাজার বস্ত্র ব্যবসায়ী। শুধু সুরাট বা গুজরাটের অন্যান্য অংশ বলেই নয়, এদিনের এই আন্দোলনে সামিল হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বস্ত্র ব্যবসায়ীরা হাজির হন সুরাটে। এদিন সকাল থেকেই বস্ত্র ব্যবসায়ীদের আন্দোলন বড়সড় চেহারা নেয়। ছিল প্রচুর পুলিশি বন্দোবস্তও। একসময় আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জও করে। লাঠি চার্জ করে তাদের হঠিয়ে দেওয়ার চেষ্টা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের ওপর লাঠি চালিয়েছে পুলিশ। যদিও পুলিশের দাবি, বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার পরই তারা লাঠিচার্জ করে। দীর্ঘক্ষণ পুলিশ-বিক্ষোভকারী ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ চলার পর অবশেষে পরিস্থিতি শান্ত হয়। তবে এদিনের জিএসটি বিরোধী আন্দোলন বুঝিয়ে দিল বস্ত্র ব্যবসায়ীরা তাঁদের আন্দোলনের মাত্রা আগামী দিনে আরও জোড়াল করবেন। ইতিমধ্যেই জিএসটি সংঘর্ষ কমিটির লাগাতার বন্ধে তাঁদের পুরো সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন বস্ত্র ব্যবসায়ীরা।