World

মাটি খুঁড়ে মিলল ৩ হাজার বছর পুরনো এক বিরল তলোয়ার, পাশের ৩ জনই রহস্য

মাটির তলা থেকে এমন অনেক কিছু পাওয়া যায় যা চেনা ইতিহাসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এবার এক তলোয়ার মিলল, কিন্তু রহস্য থেকে গেল পাশের ৩ জন।

এখানে প্রত্নতাত্ত্বিকরা খননকার্য চালাচ্ছিলেন। তখনই মাটির তলা থেকে পাওয়া যায় এটি। এটি বলতে একটি তলোয়ার। যার বয়স ৩ হাজার বছরেরও বেশি। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সেই তলোয়ার এখনও চকচক করছে। তার ধার এতটুকু নষ্ট হয়নি।

ব্রোঞ্জের তৈরি তলোয়ারটি যে তৈরি করাও কঠিন তাও মেনে নিচ্ছেন সকলে। ৩ হাজার বছর আগে এমন তলোয়ার যে তৈরি হত তা দেখেই অবাক হচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। সেদিক থেকে এটি এক অনন্য আবিষ্কার বলে মেনে নিচ্ছেন তাঁরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এটি পাওয়া যায় জার্মানির নর্ডলিনজেন শহরের কাছে একটি প্রাচীন কবরখানায়। সেখানে খননকার্য চলছিল। তখনই এই তলোয়ারটি পাওয়া যায়।

তলোয়ারের পাশে বেশ কয়েকটি ব্রোঞ্জের পাত্রও পাওয়া গিয়েছে। সেই সঙ্গে ৩টি দেহের হাড় পাওয়া গিয়েছে। যা ছড়িয়েছিল তলোয়ারটির চারধারে।

পরীক্ষা করে দেখা গেছে ৩টি দেহের একটি একজন পুরুষের, একটি একজন মহিলার এবং অন্যটি এক বালকের। তবে এটা এখনও পরিস্কার নয় যে এরা ৩ জন একই পরিবারের কিনা।

যা পাওয়া গিয়েছে তা নিয়ে আরও পরীক্ষা চলছে। ফলে সেগুলি ভাল করে পরীক্ষার পর আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে।

তবে এমন এক আবিষ্কার গবেষকদের নজর কেড়েছে। সেই সময়ের অনেক তথ্যও হয়তো এই আবিষ্কার থেকে পাওয়া যেতে পারে বলে মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *