World

রবিবার মানে এ দেশে সব নিস্তব্ধ থাকে, খোলে না দোকানপাট

রবিবার মানে তো এমন এক ছুটির দিন যেদিন অনেকেই দোকানে যান, মলে যান, হইচই করেন, বেড়াতে যান। একটি দেশে কিন্তু রবিবার কারও বাড়ি থেকেও শব্দ বার হয়না।

রবিবার দিনটা সপ্তাহের সেই ছুটির দিন যেদিনটার জন্য সারা সপ্তাহ অনেকে অপেক্ষায় থাকেন। রবিবার মানে পরিবার, বন্ধু, আত্মীয়, পরিজনদের সঙ্গে হইচই আনন্দ করে ভাল একটা সময় কাটানো। রবিবার মানে রেস্তোরাঁ বা হোটেলে খেতে যাওয়া। রবিবার মানে এর তার বাড়ি বেড়াতে যাওয়া।

রবিবার মানে দোকানে, মলে কেনাকাটা করতে যাওয়া বা সিনেমা দেখতে যাওয়া। আর এমন নানা আনন্দের মধ্যে দিয়ে রবিবারটা চুটিয়ে আনন্দ করে কাটানো।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পৃথিবী জুড়ে এমনটাই দেখা গেলেও একটি দেশে তা হয়না। সেখানে রবিবার মানে সকাল থেকেই চারিদিক নিস্তব্ধ। দোকানপাট বন্ধ। বন্ধ হোটেল রেস্তোরাঁ। বাড়ির বাইরে কোনও খাবার দোকান খেলা থাকেনা।

খোলা থাকেনা শপিং মল, জিনিসপত্র কেনাকাটা করার দোকান। এমনকি মানুষ চাইলেও নিজের বাড়ির সামনের লনের ঘাস মেশিন ব্যবহার করে ছাঁটতে পারেননা। কারণ মেশিন থেকে শব্দ হয়।

বাড়িতে এমন কোনও হই হুল্লোড় করতে পারেননা যা ঘরের বাইরে থেকেও শোনা যাবে। সকলেই বাড়িতে পরিবারের সঙ্গে রবিবারটা কাটান। শুয়ে বসে খেয়ে কাটাতে হয় দিনটা। কারণ আর কোনও ধরনের বিনোদনের সুযোগ থাকেনা।

জার্মানি জুড়ে কিন্তু প্রতিটা রবিবার এমনই নিস্তব্ধ রবিবার হয়ে কেটে যায়। এটা কোনও লিখিত আইন নয়। কিন্তু এটা একটা রীতির মত হয়ে গেছে। যা জার্মানির প্রতিটি পরিবার, প্রতিটি প্রজন্ম মেনে চলে। সারা সপ্তাহের পরিশ্রমের ক্লান্তি রবিবার বাড়িতেই অলস দিন কাটিয়ে মুছে ফেলা এই নিস্তব্ধ রবিবার যাপনের মূল কথা জার্মানিতে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *