Kolkata

‘দুয়ারে অক্সিজেন’ পরিষেবা শুরু করলেন ফিরহাদ হাকিম

দেশজুড়ে অক্সিজেন সংকট চরমে উঠেছে। এই অবস্থায় দুয়ারে অক্সিজেন নামে পরিষেবা নিয়ে হাজির হল ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী ক্লাব।

এ শহরের কতিপয় চোখ ধাঁধানো দুর্গাপুজোর তালিকায় রয়েছে চেতলা অগ্রণী ক্লাবের নাম। তবে তারা শুধু যে দুর্গাপুজোর জৌলুসের আলোয় তাদের কাজকর্মকে সীমাবদ্ধ করে রাখেনি তা এদিন কার্যত বুঝিয়ে দিলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ‘দুয়ারে অক্সিজেন’ নাম দিয়ে একটি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল এদিন।

কারও বাড়িতে করোনা রোগী থাকলে যদি তিনি অক্সিজেনের প্রয়োজন বোধ করেন তাহলে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে পৌঁছে দেবেন ক্লাবের সদস্যরা।

এজন্য ২টি ফোন নম্বর রয়েছে। তাতে ফোন করলে নির্দিষ্ট বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন কনসেনট্রেটর।

পৌঁছনোর খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করবে ক্লাব। যে ব্যক্তির অক্সিজেন প্রয়োজন তাঁকে বা তাঁর পরিবারকে একটি টাকাও খরচ করতে হবেনা।

ওই বাড়িতে ১০ দিন থাকবে মেশিনটি। তবে তারপর তা ফেরত দিতে হবে এমন শর্তেই দেওয়া হবে মেশিন। এমনকি প্রয়োজন পরলে আবেদন করলে মেশিন আরও বেশিদিন রাখার ব্যবস্থাও করবে ক্লাব।

ফিরহাদ হাকিম এদিন এই পরিষেবার উদ্বোধন করে জানান এমন উদ্যোগ যদি প্রতিটি ক্লাবের তরফ থেকে নেওয়া হয় তাহলে কোনও পরিবারেই আর অক্সিজেনের প্রয়োজন পরলে তা পেতে অসুবিধা হবে না।

Show More