Sports

ইউরো কাপে মদে ‘না’!

Euro 2016ইউরো কাপ চলাকালীন স্টেডিয়ামের মধ্যে মদ খাওয়া বা মদ নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স প্রশাসন। এমনকি স্টেডিয়ামের চৌহদ্দির মধ্যেও খেলা চলাকালীন মদের কোনও দোকান খোলা রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে তারা। মদ খেয়ে খেলার মাঠে ঢুকে মত্ত অবস্থায় তাণ্ডব চালাচ্ছেন দর্শকরা। ইউরো কাপের শুরু থেকে কমবেশি এই অভিযোগ সামনে আসছিল। রাশিয়া-ইংল্যান্ড ম্যাচের শেষে তা চরম আকার নেয়। একদিকে ইংল্যান্ডের কুখ্যাত ফুটবল গুণ্ডারা, অন্যদিকে রাশিয়ার মারকুটে ফুটবল দর্শক আলট্রারা। অভিযোগ দুই দলের সমর্থকেরা উন্মত্তের মত একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। রণক্ষেত্রের চেহারা নেয় মাসেই শহরের ফুটবল স্টেডিয়াম থেকে রাজপথ। দু’দলের দর্শকদের একটা বড় অংশ মদের নেশায় চুর থাকায় পরিস্থিতি আরও ভয়ানক আকার নেয়। তারপরই এই সিদ্ধান্ত নিল ফ্রান্স প্রশাসন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button