Sports

লড়ে বিদায় ক্রোয়েশিয়ার, শেষ আটে পর্তুগাল


শেষ পর্যন্ত ইউরো কাপে জয়ের মুখ দেখল পর্তুগাল। গ্রুপ লিগে কোনও ম্যাচ না জিতে কঠিন অঙ্কের ভরসায় শেষ ষোলোর রাস্তা ধরা টিমকে নিয়ে সমর্থকদের অনেকেই আশা বিসর্জন দিয়েছিলেন। কিন্তু শেষমেশ নকআউট পর্যায়ে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। এদিনও বিশেষ কোনও কেরামতি দেখাতে পারলেন না সিআর সেভেন। তবে দলের জয় সূচক গোলটি আর একটু হলে তাঁর পা থেকেই আসত। ক্রোট গোলকিপার অতিরিক্ত সময়ের ১১৭ মিনিটে অসাধারণ ক্ষিপ্রতায় রোনাল্ডোর শট প্রতিরোধ করেন। ফিরতি বলে হেড করে গোল করেন রিকার্ডো কুয়ারেসমা।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *