Entertainment

বিয়ের মাঝে কাঁটা, ভিকি ক্যাটরিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের আইনজীবীর

বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের চোখ ধাঁধানো বিয়ের আয়োজন কার্যত সম্পূর্ণ। কিন্তু এর মাঝেই কাঁটা হয়ে দাঁড়াল এক আইনজীবীর করা তাঁদের বিরুদ্ধে অভিযোগ।


৭ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে বিয়ের আচার অনুষ্ঠান। ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সোমবার রাতেই রাজস্থানের বিলাসবহুল সিক্স সেনসেস হোটেলে পৌঁছে গেছেন তাঁরা।


জীবনের সেরা আনন্দঘন মুহুর্তে এক কাঁটা হয়ে দাঁড়াল একটি অভিযোগ। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী।


ডিসট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। শুধু ভিকি ও ক্যাটরিনাই নন, সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা-র ম্যানেজার ও ডিসট্রিক্ট কালেক্টরের নামও রয়েছে অভিযোগপত্রে।

ওই আইনজীবী তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, সিক্স সেনসেস হোটেল যে রাস্তা ধরে যেতে হয় সেই রাস্তাতেই আরও এগিয়ে গেলে পড়ে চৌথ মাতা মন্দির। এই মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম হয়।


ভক্তরা এই হোটেলে যাওয়ার পথ ধরেই মন্দিরে পৌঁছন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ হোটেলের দিকে যাওয়ার রাস্তা ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করে দিয়েছে।


ডিসট্রিক্ট কালেক্টরের পর্যবেক্ষণেই তা বন্ধ করা হয়েছে। এরফলে সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লাগছে। ভক্তরা সহজ রাস্তা ধরে মন্দিরে পৌঁছতে পারছেন না। হোটেলে পৌঁছনোর পথ হয়ে মন্দিরে পৌঁছনোর রাস্তা অবিলম্বে খোলারও দাবি করেছেন ওই আইনজীবী।


প্রসঙ্গত যে হোটেলে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে হচ্ছে তা আদপে একটি দুর্গ। এই দুর্গে যাওয়ার রাস্তা ধরে পৌঁছনো যায় ঐতিহাসিক চৌথ মাতা মন্দিরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *