Entertainment

থাকার খরচই একদিনে ৭ লক্ষ, ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়েতে কি থাকছে

বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। রাজকীয় তাঁদের বিয়ের আয়োজন। সেই আয়োজন শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে বলে কথা। যা ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে। চারহাত এক হওয়া এখন সময়ের অপেক্ষা। সব আয়োজন সম্পূর্ণ। আর সেই আয়োজন শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।‌

ভিকি ও ক্যাটরিনা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রাজস্থানের সোওয়াই মাধোপুর জেলার বারওয়ারা দুর্গে। এ দুর্গ এখন কার্যত এক রাজকীয় বিলাসের সবকিছু নিয়ে একটি হোটেল। যেখানে রয়েছে ৪টি এমন স্যুইট যার প্রতি রাতের খরচ ৭ লক্ষ টাকা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এছাড়া ১৫টি স্যুইট রয়েছে যেখানে প্রতি রাতের খরচ ৪ লক্ষ টাকা। বাকি যা ঘর হোটেলটিতে রয়েছে সেখানে প্রতি রাতের খরচ ১ লক্ষ টাকা। এর নিচে কোনও ঘর নেই।

সেখানেই ৭ লক্ষ টাকা প্রতিদিন খরচের ২টি স্যুইট বুক হয়েছে ভিকি ও ক্যাটরিনার জন্য। ভিকির স্যুইটের নাম রাজা মানসিং স্যুইট আর ক্যাটরিনার স্যুইটের নাম রানি পদ্মাবতী স্যুইট।

এছাড়া ওই হোটেলেই থাকবেন ২ পরিবারের লোকজন। ভিকি বা ক্যাটরিনা যে স্যুইটে থাকতে চলেছেন সেখানে সুইমিং পুলও ব্যক্তিগত।

জানা যাচ্ছে ভিকি ও ক্যাটরিনা, পরিবার সহ হোটেলে প্রবেশ করতে চলেছেন আগামী ৫ ডিসেম্বর। তারপর সেখানেই থাকবেন।

বিয়ের অন্যতম অঙ্গ সঙ্গীত হবে ৭ ডিসেম্বর। মেহেন্দি অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। বিয়ে ৯ ডিসেম্বর। ওইদিন ২ জনে সাতপাকে বাঁধা পড়বেন। ১১ ডিসেম্বর হোটেল ছাড়বেন তাঁরা।‌

ভিকি-ক্যাটরিনার বিয়েতে যে অতিথিরা সবই ভিভিআইপি হতে চলেছেন তা অনুমেয়। ফলে থাকছে বিশাল সুরক্ষা বন্দোবস্ত। পুলিশ তো থাকছেই, সেইসঙ্গে জয়পুর থেকে ১০০ জন বাউন্সার আনা হচ্ছে।

বিয়ের অনুষ্ঠানকে ৬ ভাগে ভাগ করে আলাদা আলাদা বিভাগ সামলানোর দায়িত্ব আলাদা আলাদা ভেন্ডরকে‌ দেওয়া হয়েছে।

৬টি দায়িত্বের মধ্যে রয়েছে ফুলের আয়োজন, চারিদিক সাজানোর বন্দোবস্ত, সুরক্ষা বন্দোবস্ত, যাতায়াতের সবরকম বন্দোবস্ত, খাওয়া দাওয়ার বন্দোবস্ত এবং জঙ্গল সাফারির আয়োজন।

আরাবল্লীর কোলে ভিকি ক্যাটরিনার বিয়ে যে দেশদুনিয়াকে তাক লাগিয়ে দেবে তা বেশ বোঝা যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *