Entertainment

লকডাউনের জীবন নিয়ে সিনেমায় ১২টি কাঁচির নির্দেশ

লকডাউনে ভারতীয়দের জীবন নিয়ে একটি সিনেমা ইতিমধ্যেই পেয়েছে এ সার্টিফিকেট। পরিচালককে ১২টি জায়গায় কাঁচি চালানোর নির্দেশ দিল সিবিএফসি।

করোনার জেরে লকডাউন পরিস্থিতি যে পর্দায় জায়গা পাবে তা অনুমেয় ছিলই। এবার সেই লকডাউনের জীবন নিয়ে সিনেমা তৈরি করলেন পরিচালক মধুর ভান্ডারকর। তবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিনেমাটিকে এ বা প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট দিয়েছে।

এছাড়াও পরিচালককে সিবিএফসি নির্দেশ দিয়েছে মুক্তির আগে সিনেমা থেকে ১২টি অংশ কেটে ফেলতে হবে। কোন কোন অংশ কেটে ফেলতে হবে তাও জানিয়ে দিয়েছে বোর্ড।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ইন্ডিয়া লকডাউন নামে সিনেমাটি করোনার জেরে প্রথম লকডাউনের সময়ের ওপর তৈরি হয়েছে। ২০২০ সালের মার্চে প্রথম লকডাউন ঘোষণা হয় দেশে। সেই লকডাউনের সময় ৪ জন মানুষের জীবন নিয়ে এই সিনেমা বুনোট বেঁধেছে। তবে সিনেমার মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের লকডাউনে দশা ও তাঁদের সমস্যা তুলে ধরা।

সিনেমায় এক গণিকার লকডাউনে সমস্যার কথা তুলে ধরা হয়েছে। সিনেমায় ব্যবহৃত ভাষা নিয়ে আপত্তি তুলে ১২টির মধ্যে ১০টি অডিও অংশ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। সেইসঙ্গে ২টি দৃশ্যও বাদ দিতে বলেছে।

যার মধ্যে একটি দৃশ্যে ফোনে শারীরিক মিলন সংক্রান্ত কথোপকথন দেখানো হয়েছে। অন্য দৃশ্যে এক গণিকার সঙ্গে তাঁর ক্লায়েন্টের শারীরিক মিলন তুলে ধরা হয়েছে।

এই নিয়ে বলতে গিয়ে মধুর বলেন, সিনেমাটিকে এ সার্টিফিকেট দেওয়া নিয়ে তাঁর কিছু বলার নেই। তবে যে ১২টি কাট-এর কথা বলা হয়েছে তা নিয়ে তাঁর আপত্তি আছে। কারণ ওগুলো বাদ গেলে সিনেমার সার বক্তব্যই লঘু হয়ে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *