Entertainment

মুক্তির আগেই বদলে গেল অক্ষয় কুমারের সিনেমার নাম

মুক্তির আগেই বদলে গেল বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত সিনেমার নাম। আগামী ৯ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।


মুম্বই : অক্ষয় কুমার অভিনীত নতুন সিনেমা নিয়ে একটা পারদ চড়ছে। কেমন হবে এই সিনেমা? এ প্রশ্ন সকলের। দক্ষিণী সুপারহিট ‘মুনি ২: কাঞ্চনা’ সিনেমার হিন্দি ভার্সন এই সিনেমা। ইতিমধ্যেই তার প্রচার নেট দুনিয়ায় যথেষ্ট হয়েছে।


করোনার কারণে কোথাও সশরীরে হাজির হয়ে কোনও প্রোমোশন সম্ভব নয়। তাই এখন নেট দুনিয়াই ভরসা। আর সেখানে মুক্তি পাওয়ার আগেই সুপারহিট হয়েছিল অক্ষয়ের নতুন ছবি।


অনেক সিনেমার ভিড়ে হারিয়ে যায়নি এই সিনেমা। তার একটা বড় কারণ হয়তো এর পোস্টার। যেখানে অক্ষয় কুমারকে এমন এক রুদ্র রূপে সামনে আনা হয়েছে যে তা অনেকের নজর কেড়েছে। সেইসঙ্গে তার রঙের ব্যবহারও একটা রহস্য তৈরি করেছে।

অনেকেই হয়তো ভেবেও রেখেছিলেন যে সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পেলেই দেখেও ফেলবেন। সিনেমাটা নিয়ে প্রত্যাশার পারদ যখন চড়ছিল ঠিক তখনই বদলে গেল সিনেমার নাম।


‘লক্ষ্মী বম্ব’ নামটা রাখা যাবে না। বদল করতে হবে। শোনা যাচ্ছে এমনই জানিয়ে দিয়েছিল ফিল্ম সার্টিফিকেশন বোর্ড। যদিও নাম বদলের কথা আসতে আর বিশেষ সময় নষ্ট করেননি ছবির প্রযোজক পরিচালক বা অক্ষয়। নাম বদলে ছবিটি এখন মুক্তি পাবে ‘লক্ষ্মী…’ নামে।


কেন এমন সিদ্ধান্ত? কেনই বা নাম বদল করতে বলা হল এই সিনেমার? শোনা যাচ্ছে রাজস্থানের শ্রী রাজপুত করণী সেনা সংগঠনের তরফে এই সিনেমার নাম বদলের আর্জি জানানো হয়েছিল।


করণী সেনার যুক্তি ছিল এই নাম ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। সিনেমার নামে লক্ষ্মী-র নাম জড়িয়ে আছে। লক্ষ্মী হিন্দু ধর্মে দেবী রূপে পূজিতা হন। কিন্তু সিনেমায় যে নাম রাখা হয়েছে তাতে মা লক্ষ্মী-র অমর্যাদা হচ্ছে।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-কে একথা জানায় তারা। বোর্ড তা সিনেমার প্রযোজক শাবিনা খান ও তুষার কাপুরকে এবং পরিচালক রাঘব লরেন্স-কে জানায়। তারপরই সিনেমার নাম বদলে ফেলেন তাঁরা। আগামী ৯ নভেম্বর ডিজনি+ হটস্টার-এ মুক্তি পাচ্ছে সিনেমাটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *