Entertainment

কমিকসের পাতায় বলিউডের কালজয়ী সব সিনেমা

বলিউডের সিনেমা নিয়ে শুধু ভারত বলেই নয়, গোটা বিশ্বেই উন্মাদনা আছে। এসব সিনেমার টানটান উত্তেজনা, গান, নাচ, নাটকীয় মুহুর্ত, অভিনয়ের দক্ষতা সবই ছুঁয়ে যায় বিশ্বের নানা প্রান্তের মানুষকে। তাই এখনও বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় সিনেমা প্রকাশ পায়। কদর পায়। মানুষ হল ভর্তি করে ভারতীয় সিনেমা দেখতে যান। সেসব সিনেমার টানকে এবার কমিকসের পাতায় এনে ফেলল শেমারু এন্টারটেনমেন্ট।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অরণ্যদেব, ম্যানড্রেক, ফ্ল্যাশ গর্ডন, বাহাদুর কমিকস অনেকেই পড়েছেন। এবার তাঁদের সমানে সমানে পাল্লা দিতে হাজির অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করিনা কাপুর, শাহিদ কাপুর, অজয় দেবগণ, নাসিরুদ্দিন শাহ, বিদ্যা বালান, বিবেক ওবেরয়, লারা দত্ত সহ বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রী। কোনও রুপোলী পর্দায় নয়, এবার তাঁরা সকলের ড্রয়িং রুমে সেন্টার টেবিলে রাখা কমিকসের বইয়ের পাতায় জায়গা করে নিলেন। শেমারু এন্টারটেনমেন্ট এই নতুন উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু সিনেমার কমিকস প্রকাশিত হয়েছে।

যেসব সিনেমার কমিকস প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে অমিতাভ বচ্চন-বিনোদ খান্না-ঋষি কাপুর অভিনীত ‘অমর আকবর অ্যান্টনি’, অমিতাভ বচ্চন-অক্ষয় কুমার-অজয় দেবগণ অভিনীত ‘খাকি’, শাহিদ কাপুর-করিনা কাপুর অভিনীত ‘জব উই মেট’, নাসিরুদ্দিন শাহ-বিদ্যা বালানের ‘ইশকিয়া’, বিবেক ওবেরয়-লারা দত্ত-রীতেশ দেশমুখ অভিনীত ‘মস্তি’। আগামী দিনে আরও বহু নামকরা সিনেমার কমিকস হাতের মুঠোয় পাবেন সাধারণ মানুষ। আপাতত ২টি ভাষা, ইংরাজি ও হিন্দিতে প্রকাশিত হচ্ছে কমিকসগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button