Entertainment

বহুচর্চিত সিনেমা পিএম নরেন্দ্র মোদীর মুক্তি কবে, জানালেন প্রযোজক

ঠিক ছিল যেদিন থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে সেই ১১ এপ্রিলই দেশজুড়ে মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন নিয়ে বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’। সেইমত প্রচার থেকে শুরু করে সব প্রস্তুতি সারাও হয়ে গিয়েছিল। কিন্তু মুক্তির ঠিক আগের রাতে নির্বাচন কমিশন নির্দেশ দেয় এই সিনেমা মুক্তি পাবেনা। ভোটের মধ্যে এই সিনেমা প্রকাশ করতে পারবেন না প্রযোজক। ভোটে প্রভাব ফেলতে পারে এমন কিছু সিনেমায় থাকলে তা ভোটের মধ্যে প্রকাশ করা যাবেনা বলেও স্পষ্ট করে দেয় কমিশন। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়ায়।

অবশেষে ভোটের মধ্যে এই সিনেমা প্রকাশের আর কোনও জল্পনা রাখলেন না খোদ প্রযোজকও। প্রযোজক সন্দীপ সিং সাফ জানিয়ে দিয়েছেন, এই সিনেমা তিনি প্রকাশ করতে চলেছেন আগামী ২৪ মে। ভোটের ফল প্রকাশ পাচ্ছে ২৩ মে। তার পরদিন প্রকাশ করা হবে সিনেমাটি।

১৯ মে শেষ দফার লোকসভা নির্বাচনের পরই এই সিনেমার প্রচার শুরু করা হবে। ৪ দিনের প্রচারের ভিত্তিতেই এই সিনেমা বিভিন্ন হলে প্রকাশ পাবে। প্রযোজক সন্দীপ সিংয়ের কটাক্ষ, এরপর নিশ্চয়ই এই নিয়ে কারও কোনও আপত্তি থাকবে না! সিনেমায় অভিনয় করছেন বিবেক ওবেরয়। এছাড়াও থাকছেন বোমান ইরানি, মনোজ যোশী, বরখা সেনগুপ্ত প্রমুখ। সিনেমার পরিচালক উমঙ্গ কুমার বি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button