Entertainment

হাতে বাটি সামনে অনুপম খের, সকলকে চুপ করতে বললেন অনুরাগ বসু

ক্যামেরার পিছনে চোখ নয়। লাইট, ক্যামেরা, অ্যাকশন নয়। অনুরাগ বসু হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে সকলকে চুপ হতে বললেন। কিন্তু কেন?

বলিউডের প্রথমসারির চিত্রপরিচালকদের মধ্যে অন্যতম নাম অনুরাগ বসু। তাঁর আগামী সিনেমা ‘মেট্রো ইন ডাইনো’-র শ্যুটিংয়ের ফাঁকে হঠাৎ সেদিন বাটি হাতে দেখা গেল অনুরাগকে।

ক্যামেরার পিছনে চোখ নয়। লাইট, ক্যামেরা, অ্যাকশন নয়। কোনও অভিনেতাকে শট বোঝানো নয়। অনুরাগকে দেখা গেল বাটি হাতে। যা একটি বিশেষ সাদা মিশ্রণে পূর্ণ।

অনুরাগের সামনে দাঁড়িয়ে অভিনেতা অনুপম খের। তিনিও অনুরাগের দিকে চেয়ে উদগ্রীব। মাঝে মাঝে পরামর্শও দিলেন। আর সেইমত অনুরাগ এগিয়ে চললেন।

অনুরাগের সামনে ছিল ধোসা তৈরির বিশেষ উনুন। সেই ধোসা তৈরির উনুনের সঙ্গে থাকা চৌকো তাওয়ায় গোল করে ধোসার মিশ্রণ ছড়িয়ে দিলেন অনুরাগ। আর সেটের সকলকে নির্দেশ দিলেন তখন যেন কেউ কথা না বলেন।

সকলেই তাই মুখে টুঁ শব্দটি না করে অনুরাগের আণ্ডা ধোসা তৈরি দেখতে লাগলেন। যা তৈরির ফাঁকে অনুপম খের অনুরাগকে কিছুটা তেল আরও মেশানোর কথা মনে করিয়ে দিলেন।

এই ডিম ধোসা অনুরাগ শুধু রাঁধলেনই না, রাঁধার পর অনুপমকে খেতেও দিলেন। যা খাওয়ার পর কার্যত আপ্লুত অনুপম জানান, তাঁকে যেন অনুরাগ তাঁর সব সিনেমায় অভিনয়ের সুযোগ দেন।

অনুরাগও বলেন, প্রতিটি সিনেমাতেই কিন্তু তাঁকে সেক্ষেত্রে অনুরাগের তৈরি রান্না খেতে হবে। যাতে তিনি একশো শতাংশ রাজি বলে জানান অনুপম। এভাবেই হাল্কা মেজাজে সেটে কিছুটা সময় কাটান বলিউডের ২ প্রথিতযশা ব্যক্তিত্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button