Entertainment

একতা কাপুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন সেনাকর্মীরা

পুলিশের কাছে প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। অভিযোগ দায়ের করলেন প্রাক্তন সেনাকর্মীরা।

গুরুগ্রাম : যখন সেনাকর্মীরা সীমান্তে কর্মরত থাকেন, তখন তাঁদের অনেকের স্ত্রী অন্য পুরুষের সঙ্গে বাড়িতে দৈহিক সম্পর্কে লিপ্ত হন। এটাই দেখানোর চেষ্টা হয়েছে ওয়েব সিরিজ ট্রিপল এক্স-২-তে। যা আদপে সেনাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারে। এ ধরনের বিষয়বস্তু কখনওই গ্রহণযোগ্য নয়। এতে তাঁদের প্রবল আপত্তি রয়েছে। এমনই দাবি করে এই ওয়েব সিরিজের প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন সেনাকর্মীরা। প্রাক্তন সেনাকর্মীদের সংগঠন এমডব্লিউএফ কড়া ভাষায় এমন বিষয়বস্তুর নিন্দা করেছে।

মেজর টিসি রাও জানিয়েছেন, সেনাকর্মীরা দেশের জন্য জীবন দেন। সেখানে তাঁদের পরিবার নিয়ে এমন বিষয়বস্তু আপত্তিজনক। বিষয়বস্তুটি অত্যন্ত কুরুচিকর বলেও দাবি করেছেন তিনি। একইসঙ্গে রাও জানিয়েছেন, সিরিজে সেনার পোশাক ছিঁড়ে ফেলার একটি দৃশ্য রয়েছে। যা ভারতীয় সেনার জন্য অপমানজনক। সেনা আধিকারিকদের জন্যও অত্যন্ত অসম্মানের।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মেজর টিসি রাও সাফ জানিয়েছেন, যদি আপত্তিজনক দৃশ্যগুলি ওয়েব সিরিজ থেকে বাদ না দেওয়া হয় তাহলে তাঁরা প্রতিবাদ আন্দোলনকে আরও জোড়াল করবেন। তাঁরা তাঁদের অভিযোগ গুরুগ্রামের পালাম বিহার পুলিশ স্টেশনে জমা দিয়েছেন। একতা কাপুরের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা স্বীকারও করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। যদিও এদিন একতা কাপুরের দিক থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *