Sports

গতবারের আইলিগ চ্যাম্পিয়নকে হারিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল। বারাসত স্টেডিয়ামে এদিন ঘরের মাঠে ইস্টবেঙ্গল প্রথমে গোল খেয়ে ১-০–এ পিছিয়ে পড়ে। তবে এই লিড ২৩ মিনিটের বেশিক্ষণ স্থায়ী হতে দেননি লালহলুদের বুকেনিয়া। তারপর যদিও দু’দলের কেউই গোলের মুখ খুলতে পারেননি। তবে আক্রমণ হেনেছে দু’পক্ষই। চেষ্টারও খামতি ছিলনা। যখন খেলা প্রায় ড্রয়ের পথে হাঁটতে শুরু করেছে সেই সময়ে ম্যাজিক দেখালেন ইস্টবেঙ্গলের রবীন সিং। খেলার ৭৯ মিনিটে সেনা রালতের পাশ থেকে বল নিয়ে এগিয়ে রবীনের দুরন্ত গোল লালহলুদকে ২-১-এ এগিয়ে দেয়। যা শেষ পর্যন্ত বজায় ছিল। বেঙ্গালুরুর মত শক্তিশালী দলকে হারানো ইস্টবেঙ্গলের জন্য আগামী ম্যাচের অক্সিজেন হয়ে থাকবে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *