Sports

ইস্টবেঙ্গল ক্লাবের বাইরে সমর্থক বিক্ষোভ, ক্লাবে কর্পোরেট সংস্কৃতির দাবি

গোকুলামের কাছে হেরে আইলিগ জয়ের আশা শেষ। আইলিগে মোহনবাগানের কাছে দুটো ম্যাচেই হারের কষ্ট এখনও মাঝেমধ্যে মোচড় দেয় বুকে। তাও আইলিগ জয়ে সেই দুঃখ সুদে আসলে মিটিয়ে নেওয়ার একটা সুযোগ ছিল। সেই সুযোগ এবারও জলে দিল দল। গোকুলামের কাছে হেরে আইলিগ জয়ের সব আশা শেষ হওয়ার পর আর নিজেদের ধরে রাখতে পারলেন না জনা ৪০ লালহলুদ সমর্থক। মঙ্গলবার ভর দুপুরে ইস্টবেঙ্গল ক্লাবের বন্ধ দরজার বাইরেই ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। তাঁদের মূল ক্ষোভ ছিল ক্লাবের কর্মকর্তাদের ওপর।

‘গো ব্যাক’ ধ্বনির সঙ্গে সঙ্গে ক্লাবে কর্পোরেট সংস্কৃতি তৈরি করার দাবি তোলেন তাঁরা। এদিন ক্লাবের কোনও কর্মকর্তা তাঁদের সঙ্গে দেখা করতে না এলেও তাঁদের বার্তা নিশ্চয়ই ক্লাবকর্তাদের কাছে পৌঁছেছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন দলের খারাপ পারফরমেন্সের জন্য অনেক সমর্থকের চোখেই ছিল জল।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button