Sports

মোহনবাগানের পর এবার চার্চিলের শিকার ইস্টবেঙ্গল

চলতি আইলিগে চার্চিলের কাছে হেরে প্রথম পরাজয়ের মুখ দেখতে হয়েছে মোহনবাগানকে। এবার সেই চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নিভে গেল লাল-হলুদের মশাল। লিগের শীর্ষে থাকা ইস্টবেঙ্গলকে এদিন ২-১-এ হারিয়ে দেয় চার্চিল। খেলা শুরু ৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের দুর্বল রক্ষণের সুযোগ গোল দিয়ে তুলে নেয় মারগাঁওয়ের দল। সহজ শটে ইস্টবেঙ্গলের গোলে বল জড়িয়ে শুরুতেই দলকে ১-০ গোলে এগিয়ে দেন অ্যান্থনি উলফে। খেলার ৩৪ মিনিটের মাথায় ফের ইস্টবেঙ্গলের দুর্বলতার সুযোগে নিজেদের দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়িয়ে নেয় চার্চিল। গোল করেন আনসুমানা ক্রোমা। প্রথমার্ধ শেষ হওয়ার পর ২ গোলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ানোর আপ্রাণ লড়াই শুরু করে। খেলার ৬৭ মিনিটের মাথায় ক্রিস পেনের দারুণ গোলে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় তারা। ২-১ করার পর হাতে যথেষ্ট সময় ছিল সমতা ফেরানোর। কিন্তু চার্চিলের দুরন্ত প্রতিরোধের সামনে কোনওভাবেই আর গোলমুখ খুলে উঠতে পারেননি ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা। বারাসত স্টেডিয়ামে এই হারের পর উত্তেজিত হয়ে পড়েন ইস্টবেঙ্গল সমর্থকেরা। রেফারির বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন তাঁরা।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *