Kolkata

আজ মহাষষ্ঠী

তিথিগত দিক থেকে গত রবিবারই পড়ে গেছে মহাষষ্ঠী। সোমবার সকাল সাড়ে ৮টার মধ্যেই শেষে ষষ্ঠী তিথি। কিন্তু আমজনতার কাছে আজই মহাষষ্ঠী। অনেক প্যান্ডেলে রবিবার রাতেই হয়েছে অধিবাস। আবার এদিনও সকালে অনেক জায়গায় পুজো শুরু হয়। সনাতনি রীতি মেনে শাস্ত্রমতে মহাষষ্ঠী থেকই শুরু দেবীর আরাধনা। ফলে শহর কলকাতায় যতই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল নামুকনা কেন, পুজো শুরু হল এদিন থেকেই।

তৃতীয়া, চতুর্থী বা পঞ্চমী দেখে মনে হয়েছে সপ্তমী, অষ্টমী, নবমী! এমনই মানুষের ঢল নেমেছিল কলকাতার রাস্তায়। মহাষষ্ঠীর কাকভোরেও অনেক বারোয়ারির প্যান্ডেলে হাজার মানুষের ঢল নজর কেড়েছে। মাঝে ২ দিনের বৃষ্টি অনেক মানুষের ঠাকুর দেখতে বার হওয়ায় কাঁটা হয়েছে। কিন্তু রবিবার থেকেই মেঘ কেটে গেছে। ঝলমলে আকাশে সোনা রোদ। ফলে দিনভরই চলেছে ঠাকুর দর্শন। প্যান্ডেলে প্যান্ডেলে পঞ্চমীতেই রাতে এমন ভিড় হয়েছে যে মনে হয়েছে এ রাত যেন অষ্টমী বা নবমীর রাত।

বছরের এই কটা দিন তো বারবার আসে না। আবার সেই এক বছর পর। ফলে এই কটা দিন চুটিয়ে আনন্দ করার দিন। এবার প্রথম থেকই সতর্ক পুলিশ। ফলে মহালয়া পার করতেই বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের কড়াকড়ি বেড়েছে। একটু যানজট থাকলেও রাস্তা ভয়ংকর জ্যামের হাত থেকে রেহাই পেয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *