শিকারি পশুদের খাবারের জন্য বাড়ির পোষা প্রাণি চাইছে একটি চিড়িয়াখানা
শুনতে একটু অবাক লাগাই স্বাভাবিক। চিড়িয়াখানার শিকারি পশুদের খাওয়ানোর জন্য একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সাধারণ মানুষের পোষ্যদের চাইছে। আবার শর্তও দিচ্ছে।

চিড়িয়াখানার পশুপাখিদের খাবারের ব্যবস্থা চিড়িয়াখানা কর্তৃপক্ষই করে। তারা কি খাবে, কতটা খাবে, কখন খাবে, সবই নিয়ম করে মেনে চলে চিড়িয়াখানা। যাতে পশুপাখিরা সুস্থ থাকে। কিন্তু এবার একটি চিড়িয়াখানা এক অদ্ভুত আবেদন জানিয়েছে।
অনেকেই বাড়িতে জীবজন্তু পোষেন। যাদের বাড়িতে পোষা যায় এমন প্রাণি। যার মধ্যে রয়েছে, কুকুর, বিড়াল, খরগোশ, গিনিপিগরা। আবার অনেকে যাঁদের বড় জায়গা রয়েছে তাঁরা ঘোড়াও পোষেন। ছাগলও পোষেন।
যে যাই পুষুন না কেন, কেউ যদি মনে করেন তাঁর কোনও একটি বা একাধিক পোষ্যকে আর তিনি রাখতে চান না, তাহলে তাঁরা চাইলে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষকে তা দান করতে পারেন।
তবে শর্ত একটাই, ওই পোষ্যকে সুস্থ হতে হবে। কেউ তাঁর অপাংক্তেয় পোষ্যকে চিড়িয়াখানাকে দান করলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তা চিড়িয়াখানার শিকারি পশুদের খাবার হিসাবে ব্যবহার করবে।
ডেনমার্কের আলবর্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, তাদের শিকারি পশুদের স্বাভাবিক প্রকৃতির মধ্যে থেকে শিকার করে খাবার খাওয়ার প্রবণতাকে জিইয়ে রাখতেই তারা এই আবেদন জানিয়েছে।
শিকারি পশুদের জন্য তারা খরগোশ, মুরগি বা গিনিপিগে যেমন জোর দিচ্ছে, তেমন অন্য পশু হলেও চলবে। যাদের তারা হাতে পেলে চিড়িয়াখানার বাঘ, সিংহদের খাবার হিসাবে ব্যবহার করবে।
এমন এক আজব আবেদন স্বাভাবিকভাবেই সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হতে সময় নেয়নি ডেনমার্কের চিড়িয়াখানার এই শিকারি পশুদের খাওয়ানোর জন্য পোষ্য দানের আবেদন।