State

ফের পাহাড়ের বাঁকে সর্পিল ছন্দে ছুটল টয় ট্রেন


শুক্রবার থেকে ফের একবার পশ্চিমবঙ্গের শৈলশহরের বুক চিরে সর্পিল যাত্রা শুরু করল ঐতিহ্যবাহী টয় ট্রেন। দার্জিলিং বেড়াতে যাবেন অথচ টয় ট্রেনে চড়বেন না, এমনটা বোধহয় ভাবতেই পারেন না পর্যটকরা। কিন্তু তাঁদের সেই ভাবনা এতদিন থমকে ছিল মোর্চার আন্দোলনের কারণে। গত জুনের পর আর পুরো রাস্তা অতিক্রম করেনি টয় ট্রেন। আংশিক পথ অতিক্রম করছিল। অবশেষে এদিন থেকে ফের পুরো পথ নিশ্চিন্তে পাড়ি দিতে শুরু করল টয় ট্রেন।


ডিসেম্বরের ২৭ থেকে পাহাড়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক উৎসব। তার আগেই দার্জিলিঙের অন্যতম আকর্ষণ টয় ট্রেনের শুভ যাত্রার সূচনা করে পাহাড়ে একপ্রকারের কিস্তিমাত করল রাজ্য সরকার। শিলিগুড়ি হয়ে ঘুম পর্যন্ত কুঝিকঝিক ধ্বনিতে টয় ট্রেনের পুনরাভিযানে স্বভাবতই উচ্ছ্বসিত পর্যটক থেকে শুরু করে পাহাড়বাসী। এদিন বেশকিছু পর্যটককেই হাসি মুখে শিলিগুড়ি থেকে টয় ট্রেনে চেপে বসতে দেখা যায়।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *