State

এগিয়ে আসছে রেমাল, বাংলার কোথায় কেমন ঝড়বৃষ্টি মিলল পূর্বাভাস

ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। যা স্থলভাগে আছড়ে পড়ার পর শুরু হবে ঝড়বৃষ্টির তাণ্ডব। বাংলার কোথায় কেমন ঝড়বৃষ্টি মিলল ইঙ্গিত।

বঙ্গোপসাগরের পূর্ব ও মধ্য অংশে অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল প্রতিনিয়ত শক্তি বাড়াচ্ছে। আবার স্থলভাগের দিকেও ধীর গতিতে এগিয়ে আসছে। ঘণ্টায় ২০ কিলোমিটারের কাছাকাছি গতিতে এগোচ্ছে সেটি। মুখ রয়েছে উত্তর দিকে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ক্রমে রেমাল স্থলভাগের দিকে যত এগোবে ততই খারাপ হতে থাকবে আবহাওয়া। আবহবিদেরা মনে করছেন রেমাল ঘূর্ণিঝড় থেকে রবিবার সকালে অতিশক্তিশালী একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপর তা এগিয়ে এসে আছড়ে পড়বে।

এখনও মনে করা হচ্ছে রবিবার মধ্যরাতেই এই ঝড় স্থলভাগে প্রবেশ করবে। বাংলার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া দিয়ে স্থলভাগে প্রবেশ করবে রেমাল। তার জেরে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে প্রবল ঝড় হবে।

যখন রেমাল প্রবেশ করবে তখন তার ঝড়ের গতি হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা কিছু সময় ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে। সঙ্গে থাকবে প্রবল বৃষ্টি।

রবিবার থেকেই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় প্রবল বৃষ্টি হওয়ার কথা। এছাড়া দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও সেই বৃষ্টি চলবে।

সোমবার কলকাতা সহ হাওড়া, বীরভূম, দুই ২৪ পরগনা, ২ বর্ধমানে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ফলে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত জীবন অনেকটাই ঝড়বৃষ্টির কবলে পড়তে পারে। মঙ্গলবার থেকে আবার আবহাওয়া বদলাবে। বৃষ্টি আর তেমন হবেনা। গরমও কিছুটা বাড়তে পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button