Kolkata

মমতা মন্ত্রিসভায় রদবদল, সামনে এল ৮ নতুন মুখ

মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রিসভায় রদবদল করবেন তা আগেই জানা গিয়েছিল। এদিন সেই মন্ত্রিসভা রদবদলে নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী। ৮টি নতুন মুখকে সামনে আনলেন তিনি।

সুব্রত মুখোপাধ্যায় মারা গেছেন। মৃত্যু হয়েছে সাধন পাণ্ডেরও। পার্থ চট্টোপাধ্যায় দল থেকে বহিষ্কৃত। এঁরা সকলেই মন্ত্রী ছিলেন। তখনকার মত দায়িত্ব কারও হাতে সঁপে দেওয়া হলেও মন্ত্রিসভার রদবদল হয়নি। এবার হল।

বুধবার মমতা মন্ত্রিসভায় ৮ জন শপথ গ্রহণ করলেন। এঁদের মধ্যে ৮ জন নতুন মুখই এবার মন্ত্রিসভায় জায়গা পেলেন। পূর্ণমন্ত্রী হলেন ৫ জন। যার মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, উদয়ন গুহ এবং স্নেহাশিস চক্রবর্তী। প্রতিমন্ত্রী হলেন বিপ্লব রায়চৌধুরী, সত্যজিৎ বর্মণ ও তাজমুল হোসেন।


রাজভবনে এদিন এই শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার বাকি মন্ত্রীদের উপস্থিতিতে ৮ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল লা গণেশন।

৮ জন নতুন মুখকে এনে চেনা মুখের গণ্ডি থেকে বার হতে চাইলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে নবীন প্রবীণ সংমিশ্রণে তৈরি এই নতুন মুখদের ওপর কতটা ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তা তাঁদের কি দফতর দেওয়া হচ্ছে তার ওপর নির্ভর করবে।


যেভাবে পরিস্থিতি বদল হয়েছে, তাতে এখন যথেষ্ট চাপে তৃণমূল। চাপে রাজ্যসরকারও। সেখানে এই মন্ত্রিসভার রদবদল গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সকলে।

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী সহ অনেক মন্ত্রীর হাতে থাকা বাড়তি দফতরের বোঝা কিছুটা লাঘব হবে এই নতুন মন্ত্রীদের হাত ধরে।

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক পদের ক্ষেত্রে ব্যাপক রদবদল কদিন আগেই নজর কেড়েছে। এবার নজর কাড়ল মন্ত্রিসভার রদবদলও।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button