State

বিপদসীমার ওপর দিয়ে বইছে তোর্সা

প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ারের পর এবার বানভাসি কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। কোচবিহারের বহু ওয়ার্ডে তোর্সার জল ঢুকতে শুরু করেছে। অনেক এলাকা জলের তলায় চলে গেছে। বহু জায়গা জনজীবন স্তব্ধ হয়ে গেছে। নাছোড় বৃষ্টিতে অবস্থা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। তোর্সা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টিতে ক্রমশ জলস্তর বেড়েই চলেছে। ফলে কুল ছাপিয়ে জল ঢুকছে শহরে, গ্রামে। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ পরিবার নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ এভাবে চলতে থাকলে আর গ্রাম জলের তলায় চলে যাবে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এদিকে জলের তোড়ে সেবক সেতুতে ফাটল দেখা দিয়েছে। ফলে ওই সেতু দিয়ে ট্রেন চলাচল এদিন বন্ধ করে দেওয়া হয়। সেতুটি সারিয়ে ট্রেন চলাচল একদিনের মধ্যেই স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। এদিকে সেতু বন্ধ থাকায় বহু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে নিয়ে যেতে হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button