SciTech

কখন একই ধাতুর ২টি খণ্ড হাতের আলতো চাপেই জুড়ে যায়

কোনও ম্যাজিক নয়। নেহাতই বাস্তব ঘটনা। একই ধরনের ২টি ধাতুর পাত হাতের আলতো চাপেই জুড়ে যেতে পারে। তবে সব জায়গায় তা সম্ভব নয়।


স্থান মাহাত্ম্য বোধহয় একেই বলে। যা আবার কোথাও বিজ্ঞানের ওপরও দাঁড়িয়ে থাকে। যেটা দেখে ম্যাজিক মনে হতেই পারে। কারণ ২টি একই ধরনের ধাতুর পাতকে জুড়ে দিতে গেলে তাতে বিশেষ শক্তি প্রয়োগ করতে হয়। যা মানুষের কম্ম নয়।


যা করতে মেশিন লাগে বা লাগে অত্যধিক তাপমাত্রা। অতি তাপে গলে ২টি ধাতু মুখে মুখে জুড়ে যেতে পারে। অথবা মেশিনে বিশেষ পদ্ধতিতে তা জুড়ে দেওয়া যেতে পারে।


কিন্তু আর যাই হোক, হাত দিয়ে জোড়া সম্ভব নয়। যাকে ওয়েল্ডিং বলে তা হাত দিয়ে কীভাবে সম্ভব? অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন। কিন্তু এর উত্তর হল স্থান ভেদে সেটাও সম্ভব।

২টি একই ধরনের ধাতুর পাত নিয়ে যদি মহাকাশে যাওয়া যায় আর সেখানে ২ হাতে ২টি পাত ধরে পাত ২টির একটির মুখের সঙ্গে অন্যটির মুখ হাতের আলতো চাপে চেপে ধরা যায় তাহলে কিন্তু সে ২টি জুড়ে যাবে। যাকে ওয়েল্ডিং বলে।


এমন অসম্ভব সম্ভব হয় একটি বৈজ্ঞানিক কারণে। এই ধরনের ওয়েল্ডিংকে বলা হয় কোল্ড ওয়েল্ডিং। যেখানে বায়ুমণ্ডল নেই সেখানে এই কোল্ড ওয়েল্ডিং সম্ভব। আর তা ২টি কঠিন ধাতুর খণ্ডকেও অনায়াসে আলতো চাপে জুড়ে দিতে পারে।


এইভাবে ওয়েল্ডিংয়ের জন্য ধাতু ২টির খণ্ডকে অতি তাপমাত্রায় গলানোর প্রয়োজন পড়েনা। হাতের চাপেই সে ২টি একে অপরের সঙ্গে জুড়ে যায়।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *