Lifestyle

কাউকে খুব অপছন্দ হলে তাঁর নামে আরশোলার নাম রাখা এখন হাতের মুঠোয়

শুনতে একটু অবাক করা হলেও এটাই সত্যি। একটি চিড়িয়াখানা এই সুযোগ দিচ্ছে। ফলে কাউকে অপছন্দ হলে তাঁর নামে আরশোলার নামকরণ করা যাচ্ছে।

কাউকে যদি অপছন্দ হয় তাহলে কীভাবে তাঁকে জব্দ করা যায় তার উপায় খুঁজে বেড়ান অনেকে। সে তাঁর পুরনো প্রেমিকা হতে পারেন, তাঁর আত্মীয় পরিজনের মধ্যে কেউ হতে পারেন। অথবা অফিসের বস হতে পারেন।

এবার এই অপছন্দের মানুষটির নামে আরশোলার নাম রাখার সুযোগ এল সামনে। অপছন্দের মানুষের প্রতি বিদ্বেষ থাকলে তা এভাবেও প্রকাশ করার সুযোগ পাচ্ছেন মানুষজন। আর সে সুযোগ করে দিচ্ছে একটি চিড়িয়াখানা।

কানাডার একটি চিড়িয়াখানা এই সুযোগ দিচ্ছে ভ্যালেন্টাইনস ডে-র প্রাক্কালে। এক্ষেত্রে তাই প্রাক্তন প্রেমিক প্রেমিকার নামেও আরশোলাদের নামকরণ হতে পারে।

এমন এক আজব অফার আগে বড় একটা শোনা যায়নি। আরশোলার নামকরণ করতে অবশ্য ২৫ ডলার খরচ করতে হবে। যা ভারতীয় মুদ্রায় দেড় হাজারের কিছু বেশি।

এই অর্থ খরচ করতে পারলেই অপছন্দের মানুষের নামে আরশোলার নাম রাখা যাবে। টরেন্টো জু ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি একথা ট্যুইট করে জানিয়েছে।

সেইসঙ্গে এটাও পরিস্কার করা হয়েছে যে যতই লোম খাড়া করে দেওয়া একটা ধারনা আরশোলা সম্বন্ধে থাকনা কেন, তারা কোনও প্রাণিকে ছোট করছেনা। সে আকারে ছোট হোক বা বড়।

আরশোলা জঙ্গল রক্ষা করা এবং অন্য প্রাণিদের খাদ্যের বন্দোবস্তের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সকলেই যে এই আরশোলার নামে নামকরণকে সমর্থন করেছেন তা নয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *