Lifestyle

ম্যাজিকের মত কাজ করে চা করার পর চা পাতা, ফেলে দেওয়া ভুল

চা পানের পর সাধারণত চা পাতাগুলি ফেলে দেওয়া হয়। কিন্তু তার চেয়ে বড় ভুল হয়না। কারণ একবার ব্যবহার হওয়া চা পাতা ম্যাজিকের মত কাজ করে।


চা প্রতিটি বাড়িতেই হয়ে থাকে। সারাদিনে চা একাধিকবার পান করার অভ্যাস রয়েছে অধিকাংশ মানুষের। ঝিমিয়ে যাওয়া শরীর মনকে চাঙ্গা করে নিতে চায়ের জুড়ি নেই। ফলে বাড়ি বাড়ি চা তো করাই হয়।


ফুটন্ত জলে চা পাতা ফেলে দেওয়ার পর চা তৈরি হলে ছাঁকনিতে পড়ে থাকা চা পাতা অনেকেই ফেলে দেন জঞ্জাল হিসাবে। কিন্তু এই চা ফেলে দেওয়াটা একটা বড় ভুল। একবার চা করার পর পড়ে থাকা চা পাতা ঘরোয়া একাধিক কাজ সেরে দেয়।


চা পাতা রান্নাঘরের অনেককিছু সাফ করতে দারুণ কাজে লাগে। একবার চা করার পর সেই চা পাতা দিয়ে গ্যাস ওভেন পরিস্কার হয় দারুণ।

আনাজ কাটার চপ বোর্ডে পড়া কষের দাগ থেকে খারাপ গন্ধ এই চা পাতা দিয়ে মেজে মুছে ফেলা যায়। এছাড়া বাসনপত্রের তেলা ভাব বা পোড়া ওঠাতে চা পাতা দারুণ কার্যকরী। চা পাতা দিয়ে খুব ভাল বাসন মাজা যায়।


একবার চা করার পর সেই চা পাতা শুকিয়ে নিয়ে সেই শুকনো পাতাগুলি একটি মসলিনের কাপড়ে ব্যাগের মত করে পুরে ফেলতে হবে। তারপর ফ্রিজের এক কোণায় রেখে দিলে ফ্রিজে কোনও খারাপ গন্ধ হবে না।


খারাপ গন্ধ শুষে নেওয়ায় সিদ্ধহস্ত চা পাতা। এছাড়া যাঁদের বাড়িতে নানা গাছ আছে সেখানে গাছের গোড়ায় চা পাতা ভাল সারের কাজ করে।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *