Kolkata

ফিরহাদ, সুব্রত, মদন, শোভনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল হাইকোর্ট

নারদ মামলায় আপাতত স্বস্তি পেলেন রাজ্যে ৪ হেভিওয়েট নেতামন্ত্রী। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়েছে।

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ শুক্রবার রাজ্যের ৪ হেভিওয়েট নেতামন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল।

জামিনের প্রবল বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআই আগেও বারবার বলে এসেছে এঁদের জামিন দেওয়া উচিত হবে না। এঁরা তথ্যপ্রমাণ নষ্ট করতে প্রভাব খাটাতে পারেন। কারণ এঁরা প্রত্যেকই প্রভাবশালী ব্যক্তিত্ব।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পাল্টা আদালতে এদিন প্রশ্ন তোলে এঁরা তো আজ প্রভাবশালী হননি। যখন মামলা শুরু হয় তখনও সমান প্রভাবশালীই ছিলেন। তাহলে এতদিন তাঁদের গ্রেফতারের প্রয়োজন হল না কেন?

এছাড়া সিবিআই-এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা এমনও দাবি করেন যে এঁদের জামিন দিলে মামলা ঠান্ডা ঘরে চলে যাবে। যদিও তা মানতে চায়নি হাইকোর্ট।

এদিন খুব বেশি সময় লাগেনি ৫ বিচারপতির এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে। শুক্রবার দুপুর ১২টায় শুনানি শুরু হয়। কিছুক্ষণ শুনানি চলার পর কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এই ৪ নেতামন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়।

গত সোমবার এই মামলার প্রথম শুনানি হয় বৃহত্তর বেঞ্চে। তারপর বৃহস্পতিবার ফের বসে আদালত। অবশেষে শুক্রবার এই ৪ নেতামন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আদালত।

Show More