Business

দুর্গাপুজোয় মদের রেকর্ড বিক্রি, রাজ্যের ঘরে ৫৫০ কোটি

দুর্গাপুজোকে সামনে রেখে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হল রাজ্যে। যা রাজ্যসরকারের ঘরে মাত্র ১২ দিনে ৫৫০ কোটি টাকা রাজস্ব বাবদ এনে দিয়েছে।

দুর্গাপুজো মানেই তো উৎসব। আর উৎসবে সুরাপানের ইতিহাস আজকের নয়। দীর্ঘদিন ধরেই এই রেওয়াজ চলে আসছে। তবে এবছর দুর্গাপুজোয় যে বিক্রি দেখা গেছে তা অনেক রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।

রাজ্যসরকারের রাজকোষেও রাজস্ব বাবদ যে অর্থ এসেছে তাতে সরকারের খুশি না হওয়ার কিছু নেই। মাত্র ১২ দিনে রাজ্যে যে মদ বিক্রি হয়েছে তাতে রাজ্যসরকার রোজগার করেছে ৫৫০ কোটি টাকা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রাজ্যে মদের ডিস্ট্রিবিউটর ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড বা বেভকো-র যে গুদাম রয়েছে তা থেকে অক্টোবরের ১ তারিখ থেকে অক্টোবরের ১২ তারিখের মধ্যে ৭২০ কোটি টাকার মদ তোলা হয়েছে বিক্রির জন্য।

দুর্গাপুজো উপলক্ষে গুদাম এরপর ৩ দিন বন্ধ ছিল। ১৩, ১৪ ও ১৫ অক্টোবর পুজো উপলক্ষে বন্ধ না থাকলে হয়তো আরও বিক্রি হত। তবে তার আগে ১০ অক্টোবর রবিবার থাকলেও চাহিদার কথা মাথায় রেখে গুদাম সেদিন খোলা রাখা হয়েছিল।

রাজ্যসরকার যে খতিয়ান দিচ্ছে তাতে ১ থেকে ১২ অক্টোবরের মধ্যে ১ কোটি ৪৬ লক্ষ লিটার দিশি মদ, ৩৭ লক্ষ ৯৩ হাজার লিটার দেশে তৈরি বিদেশি মদ এবং ৪৩ লক্ষ ৭৪ হাজার লিটার বিয়ার দোকানগুলি বেভকোর কাছ থেকে তোলে। বেভকোর গুদামে যা মদের স্টক ছিল তা ১২ তারিখেই প্রায় শেষ হয়ে যায়।

এরমধ্যে তৃতীয়ার দিন বেভকো থেকে সবচেয়ে বেশি মদ তোলা হয়। প্রায় ১০৯ কোটি টাকার মদ ওইদিন তোলেন রিটেলাররা। পঞ্চমীর দিন তোলা হয় সাড়ে ৯১ কোটি টাকার মদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *