Business

এক রাতের মধ্যে ৮০ হাজার কোটি টাকা হারালেন বিশ্বের অন্যতম ধনী

বড়লোকদের বড় ধাক্কার মুখে পড়তে হল। বিশ্বের অন্যতম ধনী জেফ বেজোস মাত্র ১ রাতের মধ্যে হারালেন ৮০ হাজার কোটি টাকা।

বড় ধাক্কা বললেও কম বলা হয়। বিশ্বের অন্যতম ধনীদের একজন অবশ্যই জেফ বেজোস। অ্যামাজন কর্তার মাত্র এক রাতের মধ্যে সম্পত্তির পরিমাণ কমেছে প্রায় ১০ বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় সাড়ে ৭৯ হাজার কোটি টাকা।

শুধু জেফ বলেই নন, এই তালিকায় রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্কও। তাঁর সম্পত্তি এক রাতের মধ্যে কমেছে প্রায় ৬৭ হাজার কোটি টাকা।

এই ধাক্কার তালিকায় রয়েছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গও। এছাড়াও ধনীদের লম্বা লাইন রয়েছে এই ক্ষতিতে। যা অবশ্যই বিশ্বজুড়ে এক খবরে পরিণত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের দৈন্য দশার প্রভাব পড়েছে এই ধনীদের মোট সম্পত্তিতে। শেয়ার বাজারে ধাক্কা তাঁদের রাতারাতি মোটা টাকার ক্ষতির মুখে ফেলে দিয়েছে। যে অঙ্কটা নেহাত কম নয়।

আমেরিকার অনেক ধনীর ক্ষতি মিলিয়ে মাত্র একদিনে ক্ষতি হয়েছে ৯৩ বিলিয়ন মার্কিন ডলারের। যা মার্কিন ইতিহাসে জায়গা করে নিয়েছে।

ইতিহাস বলছে একদিনে এত বড় ধাক্কা এর আগে আমেরিকার ধনীরা দেখেছেন মাত্র ৮ বার। এটা নবম বার হল। যে এত বড় ক্ষতি মাত্র ১ রাতের মধ্যে হয়ে গেল। এই ধাক্কা সামাল দিতে যথেষ্ট সময় লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

মাইক্রোসফট কর্তা বিল গেটসের জেফ বেজোস বা ইলন মাস্কের মত ক্ষতি না হলেও গেটস রাতারাতি হারিয়েছেন ভারতীয় মুদ্রায় ২২ হাজার কোটি টাকার কিছু বেশি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *