৫ হাজার বছর আগের হাড়ের হারপুন ইতিহাস বদলে দিল
হারপুন দিয়ে জলের প্রাণি শিকার করা হত। এবার ৫ হাজার বছর আগের একটি হাড়ের তৈরি হারপুন বলে গেল অনেক কথা। যে প্রাণি শিকার হত তারই হাড় দিয়ে তৈরি হত হারপুন।
জলের প্রাণি শিকার করার জন্য হারপুন ব্যবহার করার চল ছিল ৫ হাজার বছর আগেও। যা হারপুনের ব্যবহারের প্রথম নিদর্শন বলে মনে করা হচ্ছে। এই হারপুন দিয়ে সে সময় তিমি শিকার করা হত। ব্রাজিলের যেখানে এই তিমি শিকার করা হত সেখানে যে তিমি শিকার করা সম্ভব সেটাই গবেষকদের ধারনার বাইরে।
যে হারপুন দিয়ে তিমি শিকার করা হত তা তৈরি হত তিমিরই হাড় দিয়ে। ছোট ছোট নৌকা নিয়ে তিমি শিকার করতে যাওয়ার চল ছিল সে সময়। তিমির মত বিশাল প্রাণির শিকার অত ছোট নৌকায় রীতিমত ঝুঁকির ছিল। তবে সেসব না ভেবেই যে খাবারের জন্য তিমি শিকার করা হত যা জানতে পেরেছেন বিজ্ঞানীরা।
একটা তিমি শিকার করতে পারলে অনেক মানুষের খাবারের সংস্থান হয়ে যেত। বাকি যে তিমির মাংস পড়ে থাকত তা তিমিরই তেল দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হত। যাতে তাতে পচন না ধরে।
এতদিন বিশেষজ্ঞদের ধারনা ছিল হারপুনের ব্যবহার ১ হাজার বছর আগে শুরু হয়েছিল। কিন্তু হারপুনের ব্যবহার যে ৫ হাজার বছর আগে শুরু হয়েছিল তা এবার জানতে পারলেন তাঁরা।
ব্রাজিলে যে ৫ হাজার বছর আগে বসবাসকারী মানুষ খাদ্যের জন্য, বেঁচে থাকার জন্য তিমিমাছ শিকার করতেন, আর শিকারের অস্ত্র যে তিমির হাড় দিয়ে তৈরি হত এটা জানার পর ব্রাজিলের ইতিহাস অনেকটাই বদলে যাবে বলে মনে করছেন অনেকে। নেচার কমিউনিকেশনস পত্রিকায় খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই খবরটি জায়গা করে নিয়েছে।













