State

২০০ তৃণমূল কর্মী হাতে তুলে নিলেন বিজেপির পতাকা

সিএএ, এনআরসি-র বিরুদ্ধে সুর চড়িয়ে যখন তৃণমূল কংগ্রেস যখন বিভিন্ন জায়গায় রাস্তায় নামছে। স্বয়ং মুখ্যমন্ত্রী একের পর এক মিছিল করেছেন। তখন উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রায় ২০০ জন তৃণমূলকর্মী জোড়া ফুল ছেড়ে হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। এদিন পদ্ম শিবিরের গেরুয়া পতাকা তাঁদের হাতে তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্মীরা জানিয়েছেন তাঁরা সিএএ-র সমর্থনে বিজেপিতে যোগ দিলেন। এছাড়া তাঁদের দাবি রাজ্যে গণতন্ত্র নেই। তৃণমূল সরকারে থাকা অবস্থায় রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে বলে দাবি তাঁদের। তাই তাঁরা বিজেপিতে যোগ দিলেন। হাবড়ায় বিজেপির একটি সাংগঠনিক সভায় ২০০ জন বিজেপিতে যোগ দেন। পুরভোটের আগে এটা অবশ্যই বিজেপির জন্য ভাল খাবর।

হাবড়া এলাকা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুক বলেই পরিচিত। সেখানেই তৃণমূলে পুরভোটের আগে ভাঙন ধরিয়ে দিতে সমর্থ হল বিজেপি। বিজেপির উত্তর ২৪ পরগনার সভাপতি শঙ্কর চক্রবর্তী দাবি করেছেন অশোকনগর ও হাবড়ার সিংহভাগ মানুষ শরণার্থী। তাঁরা মনে করছেন সিএএ করে প্রধানমন্ত্রী সঠিক কাজ করেছেন। শঙ্করবাবুর দাবি তৃণমূল মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তাতে কাজ হচ্ছেনা। বরং যেসব জায়গায় শরণার্থীদের সংখ্যা বেশি সেখানেই মানুষ বিজেপির দিকে বেশি করে চলে আসছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *