Kolkata

নারী দিবসে শহরের পথে বিজেপির মহিলা মোর্চা

নারী দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মিছিলের কিছু পরেই দুপুরে ফের একটি মিছিল বার হয় শহরে। নারী দিবসকে সামনে রেখে সেই মিছিল ছিল বিজেপির মহিলা মোর্চার। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্য বিজেপির নেত্রীরা। ছিলেন মহিলা মোর্চার কর্মীরাও।

মিছিল বার হয় বিজেপির প্রদেশ সদর দফতর থেকে। মুরলীধর সেন লেন থেকে মিছিল শুরু করে তা চিত্তরঞ্জন এভিনিউ ধরে শ্যামবাজারের দিকে এগোয়। ফলে মুখ্যমন্ত্রী মিছিলের রুট ও বিজেপির মিছিলের রুট কাছাকাছি হলেও আলাদা ছিল। পায়ে পা মিলিয়ে বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা এগিয়ে চলেন। মিছিল বহরে নেহাত ছোট ছিলনা। ফলে রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়।

শুক্রবার বেলা বাড়তে মুখ্যমন্ত্রীর মিছিলকে কেন্দ্র করে উত্তর ও মধ্য কলকাতায় যানজট বাড়ছিল। মিছিলের রুটে না হলেও সেসব রাস্তাও প্রবল যানজটের কবলে পড়ে। পরে বিজেপির মিছিল চিত্তরঞ্জন এভিনিউয়ের মত ব্যস্ত রাস্তা দিয়ে যাত্রা শুরু করলে অবস্থা আরও শোচনীয় আকার নেয়। ফলে ব্যস্ত দিনে কাজে বার হওয়া শহরবাসী ব্যাপক ভোগান্তির শিকার হন। যানবাহনেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button