World

অতিরিক্ত মদ্যপানে হাঁটতে পারছিলেননা, বিমানে চড়তে দেওয়া হল না পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে

অতিরিক্ত মদ্যপানের জেরে তিনি ভাল করে হাঁটতে পারছিলেননা। তাই তাঁকে বিমানে চড়তেই দিল না বিমান সংস্থা। যদিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এটা অপপ্রচার বলে দাবি করেছে আপ।

তিনি এখন জার্মানি সফরে রয়েছেন। সেখান থেকে বিনিয়োগ আনা লক্ষ্য। সেখানেই ফ্রাঙ্কফুর্ট শহর থেকে তাঁর দিল্লি আসার কথা ছিল। কিন্তু দাবি করা হচ্ছে তিনি নাকি এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে ভাল করে দাঁড়াতে পর্যন্ত পারছিলেননা।

এদিকে সেই অবস্থায় তিনি বিমানবন্দরে উপস্থিত হন। ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী লুফথানসা-র বিমানে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু তিনি ঠিক করে দাঁড়াতেও পারছেন না দেখে তাঁকে বিমানে উঠতে দেননি বিমান সংস্থার কর্মীরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এতটাই নাকি মদ্যপ অবস্থায় ছিলেন যে তাঁর স্ত্রী এবং আরও কয়েকজন তাঁকে ধরে নিয়ে যান। কয়েকজন যাত্রীও এই দাবি করেছেন।

যদিও এই দাবি মানতে নারাজ আম আদমি পার্টি। তাদের তরফে দাবি করা হয়েছে যেহেতু ভগবন্ত মান পঞ্জাবের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছেন তাই তাঁকে বদনাম করার এটা বিরোধীদের চেষ্টা। এমন কোনও ঘটনা ফ্রাঙ্কফুর্টে ঘটেনি।

মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, তিনি বিমান ধরতে পারেননি ঠিকই, তবে তা তাঁর কিছু শারীরিক অসুস্থতার জন্য। যদিও ঠিক কি ধরনের অসুস্থতা তা পরিস্কার করা হয়নি।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের এই মদ্যপ পরিস্থিতির কথা ছড়িয়ে পড়তেই এখন বড় হাতিয়ার হিসাবে এটাকে ব্যবহার করতে শুরু করেছে বিরোধী দলগুলি। এমনকি পুরো বিষয়টি ঠিক কী হয়েছে তা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল নিজে পরিস্কার করুন এমন দাবিও উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More