World

দেওয়ালে হেলায় ঝুলছিল ২ হাজার বছর পুরনো শিল্প, ফাঁপরে পিতাপুত্র

তাঁর বাড়ির দেওয়ালে তিনি যেটা নিছক সাজানোর জন্য লাগিয়ে রেখেছিলেন তা যে আদপে এক অমূল্য ঐতিহাসিক নিদর্শন সে সম্বন্ধে কোনও ধারনাই ছিলনা গৃহস্থের।

বেড়াতে গিয়ে ঘরবাড়ি সাজানোর জন্য অনেক কিছুই তো মানুষ কিনে আনেন। তাজমহলে বেড়াতে গিয়ে ছোট তাজমহলও এনে বাড়ি সাজান। এমনই বেড়াতে গিয়ে সেখানকার এক নিদর্শনের আদলে তৈরি একটি প্রতিরূপ কিনে এনেছিলেন তাঁরা। কিন্তু সেটা যে প্রতিরূপ ছিলনা, ছিল আসল তা তাঁরা জানতেন না।

অন্তত এমনই দাবি করেছেন বাবা ও ছেলে। তাঁদের দাবি, তাঁরা ১৯৭৫ সালে যখন ইতালিতে বেড়াতে গিয়েছিলেন তখন পম্পেই শহর দেখতে গিয়েছিলেন। এ এমন এক শহর যা ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের ভয়ংকর অগ্নুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই শহর বিশ্ব ইতিহাসের এক করুণ অধ্যায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

১৯৭৫ সালে সেই ধ্বংস হয়ে যাওয়া পম্পেই শহর দেখার সময় তাঁদের কাছে একটি সেই সময়কার হস্তশিল্প বিক্রি করতে আসেন এক ব্যক্তি। একটি প্রতিরূপ মনে করে বাড়ি সাজানোর জন্য সেটা কিনেন নেন তাঁরা। এরপর বাড়ি ফিরে দেওয়ালে সেটি লাগিয়ে রাখেন।

সম্প্রতি বেলজিয়ামের বাসিন্দা ওই পিতাপুত্র বাড়ি ছাড়ার কথা ভাবছিলেন। তাই বাড়িতে থাকা কয়েকটি জিনিসের কেমন দাম হতে পারে তা জানার জন্য ২ বিশেষজ্ঞকে খবর দেন।

বিশেষজ্ঞরা এসে দেওয়ালে প্রায় ৫০ বছর ধরে লাগানো ওই পম্পেই হস্তশিল্প দেখার পর বুঝতে পারেন সেটি কতটা অমূল্য। পরদিন পুলিশ আসে ওই বাড়িতে। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ।

এখন এটা পরিস্কার যে ওই হস্তশিল্পের নিদর্শন ২ হাজার বছর পুরনো পম্পেই শহরের হস্তশিল্পীদের তৈরি পাথরের খণ্ড। সেই খণ্ড এখন এক অমূল্য সম্পদ। প্রশাসন এই হস্তশিল্প ইতালিতে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *