প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে দেখা হল প্রেমিকার স্বামীর সঙ্গে, চোট ৩০ লক্ষ টাকা
এক যুবক তাঁর হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে ৮০০ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে আসার পর দরজায় বেল দিতে বেরিয়ে এলেন হবু স্ত্রীর স্বামী।

তিনি তাঁর হবু স্ত্রীকে সামনে থেকে দেখেননি। তবে কথা হয়েছে। জেনেছেন তিনি যাঁকে বিয়ে করতে চলেছেন তিনি একজন মডেল। সুন্দরী প্রতিযোগিতা জেতা মডেল। তিনি যে একবার গর্ভবতী হয়েছিলেন তাও ওই যুবকের কাছে লুকোননি যুবতী।
তাতে কি! যুবক স্থির করেন বিয়ে তিনি ওই মডেলকেই করবেন। এরপর মাঝেমধ্যেই আলাপচারিতা। বিয়ের ঠিকও হয়। ২ জনই সহমত। ফলে সমস্যা কিছু নেই। এরমধ্যেই ওই যুবকের ইচ্ছে হয় তিনি তাঁর হবু স্ত্রীর সঙ্গে একবার দেখা করবেন।
আর সেটা তিনি সারপ্রাইজ হিসাবে নিজের মধ্যেই রাখেন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন হবু স্ত্রীর বাড়ির দিকে। কম পথ নয়। ৮০০ কিলোমিটার দূরে বাস তাঁর আগামী জীবনসঙ্গিনীর।
সেই পথ অতিক্রম করে গাড়ি নিয়ে ওই যুবতীর ঠিকানায় পৌঁছে যান মিশেল। বেল বাজান। ভেবেছিলেন হবু স্ত্রী সোফি বেরিয়ে আসবেন দরজা খুলে। কিন্তু খোলেন এক পুরুষ। তিনি ওই যুবককে জানান তিনি সোফির স্বামী।
যা শোনার পর রাগ, অভিমান, আশ্চর্য সব একসঙ্গে পেয়ে বসে মিশেলকে। তিনি কথা কাটাকাটিও জুড়ে দেন। জানান কোথাও ভুল হচ্ছে। সোফি তাঁর হবু স্ত্রী।
সোফি নামে ফরাসি মডেল স্বামীর পিছনেই দাঁড়িয়ে ছিলেন। তাঁরা ২ জনই বুঝতে পারেন ওই যুবক এক চরম জালিয়াতির শিকার হয়েছেন। কথা কাটাকাটি ছেড়ে ২ জনেই মিশেলকে বোঝানো শুরু করেন।
মিশেল জানান অনলাইনেই আলাপ। তারপর অনেক কথা। এমনকি তিনি ৩৫ হাজার ডলার খরচও করে ফেলেছেন। ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ টাকা। যা সোফি ভেবে দিয়ে দিয়েছেন তিনি ওই ঠগকে।
ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। যা আসল সোফির স্বামী ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। ফক্স নিউজ খবরটি প্রকাশ করার পর অনেক সংবাদমাধ্যমেই খবরটি আলোড়ন ফেলে দেয়।