State

রাজ্য জুড়ে পালিত ২২শে শ্রাবণ


আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬ তম প্রয়াণ দিবস। বঙ্গাব্দ ও শতাব্দির হিসাবে অর্থাৎ সহজ কথায় বাংলা ও ইংরাজির তারিখ মেলে কমই। কিন্তু এবার সেটাও মিলে গেছে। ১৯৪১ সালের ৭ অগাস্ট মারা যান রবীন্দ্রনাথ ঠাকুর। ইউরেনাল ব্লাডারে সংক্রমণ। তা থেকে বাঁচতে অস্ত্রোপচার করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কবিগুরুকে। সেপটিসেমিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে জোড়াসাঁকোর বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলার এই প্রবাদপুরুষ। কবিগুরুর প্রয়াণ দিবসের দিনটিতে প্রতিবছরের মত এবারও সকালে শান্তিনিকেতনের উপাসনা গৃহে বৈদিক মন্ত্র মাঠ হয়। মন্ত্রপাঠে অংশ নেন বিশ্বভারতীর ছাত্রছাত্রী থেকে শিক্ষক সকলেই। এদিকে কলকাতাতেও বিভিন্ন জায়গায় কবিগুরুর প্রয়াণ দিবসে কবি প্রণামের আয়োজন করা হয়। বৃষ্টিভেজা দিনে রবীন্দ্রনাথের গানে, কবিতায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে স্মরণ করেন বঙ্গবাসী।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *