Entertainment

রাজ কাপুর, মিঠুনের পর এবার সুপারহিট বাহুবলী ২

এক সময়ে রাজ কাপুর, মিঠুন চক্রবর্তী ছিলেন হার্টথ্রব। এবার তাঁদের মন জয় করল বাহুবলী ২।

নয়াদিল্লি : ভারতে ‘বাহুবলী ২: দ্যা কনক্লুশন’ সিনেমার সাফল্য নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারতের রাজরাজড়ার কাহিনি বা অনেকটা ভারতীয় পটভূমিতে নিছক রাজারানির রূপকথার কাহিনির মত এই টানটান সিনেমা ভারতীয়দের মন ভরাতেই পারে। কিন্তু দেশের সীমা পার করেও এই নিপাট ভারতীয় ঘরানার সিনেমা যে মানুষের মন ভরাতে পারে তা দেখে আপ্লুত সকলে। ভারতের পর এবার রাশিয়ার মানুষ মজেছেন বাহুবলী ২-এ।

বাহুবলী ২ সিনেমাটিকে রাশিয়ান ভাষায় ডাব করে চালানো হয়েছে রাশিয়ার একটি টিভি চ্যানেলে। আর তা যে রাশিয়ানদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছে তা জানিয়ে ট্যুইট করেছে ভারতে রাশিয়ার দূতাবাস। রাশিয়ায় ভারতীয় সিনেমার চল যথেষ্ট ছিল। এক সময় রাজ কাপুরে মজেছিলেন রাশিয়ানরা। সেখানে গেলে দারুণ সমাদর পেতেন রাজ কাপুর। পরে সমান মর্যাদা পেতে শুরু করেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দারুণ পছন্দ ছিল রাশিয়ানদের।

রাজ কাপুর ও মিঠুন চক্রবর্তীর পর বাহুবলী ২ ফের ভারতীয় সিনেমায় মজিয়ে দিল রাশিয়াকে। ২০১৭ সালে ভারতের সুপারহিট সিনেমা এখন রাশিয়াতেও সুপারহিট। বাহুবলী ২-এর সাফল্যে ভারতের সিনেমামোদীরা রাশিয়ানদের ধন্যবাদ জানিয়েছেন। এদিকে রাশিয়ায় সাফল্যের পর এবার অন্য বিদেশি ভাষাতেও বাহুবলী ডাব করার দাবি উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button