Entertainment

রাতারাতি চুল ছোট করে ফেললেন আয়ুষ্মান, সিনেমার জন্য নয়, তাহলে কেন

আচমকাই চুল কেটে ছোট করে ফেললেন বলিউড তারকা। সাধারণত সিনেমার প্রয়োজনে অনেক সময় চুল ছোট বড় করতে হয় অভিনেতাদের। কিন্তু এক্ষেত্রে কারণটা সিনেমা নয়।


সিনেমায় নিজের চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে যেমন অভিনেতা অভিনেত্রীরা চেহারাতেও বদল আনেন, যেমন আমির খান দঙ্গল করার সময় এক স্থূলকায় মানুষ হয়ে উঠেছিলেন, ঠিক তেমনই তাঁদের চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে চুল ছোট বড়ও করতে হয়। কিন্তু সিনেমার চরিত্রের প্রয়োজনে না হলে অভিনেতারা নিজেদের পছন্দের চুলের ধরন রেখে দেন।


বলিউডের অন্যতম সেরা তারকা আয়ুষ্মান খুরানা অন্যথা নন। কিন্তু আচমকাই তিনি তাঁর চুল ছোট করে ফেলেছেন। কোনও সিনেমার চরিত্রের প্রয়োজনে কি?


তেমনটা কিন্তু নয়। আয়ুষ্মানের চুল ছোট করার সঙ্গে তাঁর সিনেমায় অভিনয়ের কোনও সম্পর্ক নেই। তাহলে কেন এমন হঠাৎ চুল ছোট করে ফেলার সিদ্ধান্ত?

আয়ুষ্মান জানিয়েছেন, এটা পুরোটাই তাঁর অনুরাগীদের চাপ। তিনি কম বয়স থেকেই নানারকম ভাবে চুল কাটতে পছন্দ করেন। নানারকম ভাবে চুল কেটে নানা ধরনের মানুষ হয়ে ওঠার একটা অভ্যাস তাঁর ছিল।


পরবর্তীকালে সিনেমায় আসার পর সেটা কাজেও লাগে। নানা চরিত্রের জন্য আয়ুষ্মান চুল নানা ভাবে কাটছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি চুলের কোনও অন্য ধরনের পথে হাঁটেননি। বরং একই হেয়ার স্টাইল ধরে রেখেছিলেন। যা তাঁর অনুরাগীদেরও চোখে পড়েছে। আর তা পড়া মাত্রই তাঁরা অনুরোধ করতে থাকেন চুল কেটে ফেলার জন্য।


ভক্তদের অনুরোধ আয়ুষ্মান ফেলতে পারেননি। ভক্তদের ইচ্ছাকে সম্মান করেই তিনি তাঁর চুল ছোট করে ফেলেছেন বলে জানিয়েছেন বরেলি কি বরফি, বধাই হো, ভিকি ডোনার, ড্রিম গার্ল সহ একাধিক হিট ছবির অভিনেতা আয়ুষ্মান খুরানা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *