World

অস্ট্রেলিয়ায় স্বীকৃতির পথে সমকামী বিবাহ

নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, নরওয়ে, দক্ষিণ আফ্রিকার খাতায় খুব শীঘ্রই নাম লেখাতে চলেছে অস্ট্রেলিয়া। খুব সম্ভবত বড়দিনের আগেই অস্ট্রেলিয়ায় বৈধতা পেতে চলেছে সমকামী বিবাহ। সমকামীদের মধ্যে বিয়ে নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে সম্প্রতি একটি সমীক্ষা হয়। যেটি পরিচালনা করে ‘অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিক্স’। সিংহভাগ অস্ট্রেলিয়ান সমকামী বিয়ের পক্ষে রায় দেন। আর এই সমীক্ষাকে মানুষের কণ্ঠস্বর হিসেবে গ্রহণ করেই সমকামী বিয়েকে আইনি বৈধতা দিতে চলেছে সরকার। বুধবার ওই সমীক্ষার ফলপ্রকাশ হলে দেখা যায়, অস্ট্রেলিয়ার ৬১ শতাংশ মানুষই সমকামী বিয়ের পক্ষে। এর বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ৩৮ শতাংশ মানুষ। ১ শতাংশ মানুষ কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়া জুড়ে চালানো এই সমীক্ষায় অংশ নেন ১ কোটি ২৭ লক্ষ মানুষ। যা দেশের মোট জনসংখ্যার ৭৯ দশমিক ৫০ শতাংশ। অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ের পক্ষে-বিপক্ষে আলোচনা, বিক্ষোভ চলছিল।

ফল সামনে আসার পরই সমকামীদের রেনবো বা রামধনু রঙের পতাকায় ছেয়ে যায় চারদিক। সমকামীসহ বিপুল সংখ্যক মানুষ তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। সমীক্ষার ফল শুনে আনন্দে কেঁদে ফেলেন বহু সমকামী। সমীক্ষার ফল প্রকাশের পর তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ‘হ্যাঁ’-এর পক্ষে বিস্ময়কর ভোট পড়েছে। তাই আগামী বড়দিনের আগেই সমকামী বিবাহকে বৈধতা দেওয়া হতে পারে। অন্যদিকে জনগণের এই মতামতের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা বিল শর্টেনও।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *