Lifestyle

২২১ কোটি ৪৮ লক্ষ টাকায় বিক্রি হল বিশ্বের সবচেয়ে বড় হিরে

বিশ্বের সবচেয়ে বড় হিরে। এই হিরের কোনও রঙ নেই, অর্থাৎ যা সম্পূর্ণ ত্রুটিমুক্ত। এমন হিরে কার্যতই দুর্লভ।

বিশ্বের সবচেয়ে বড় হিরে। তাও আবার ‘ডি’ কাট। ‘ডি’ কাট মানে, সেই হিরে যাতে কোনও রঙ নেই, অর্থাৎ যা সম্পূর্ণ ত্রুটিমুক্ত।

এমন ‘ডি’ কাট হিরে কার্যতই দুর্লভ। তায় আবার বিশ্বের সবচেয়ে বড় হিরে যা নিলামে উঠল। ১৬৩ দশমিক ৪১ ক্যারেটের হিরেটি ঝোলানো ছিল এক অপরূপ নেকলেসে।

নেকলেসটি হিরে আর পান্নার তৈরি। নেকলেসটির নাম ‘দ্যা আর্ট অফ গ্রিসোগোনো’। সেই নেকলেসে লকেটের মত ঝুলে থাকা হিরেটি জেনেভায় নিলামে ওঠে।

২০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক থেকে শুরু হয় নিলাম। অনেকেই বোলি লাগাতে থাকেন। অবশেষে টেলিফোনে বোলি লাগান এক ব্যক্তি, দর দেন ৩৩.৫ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক। এর উপরে আর কেউ দর না হাঁকায় ওই দামেই বিক্রি হয়ে যায় হিরেটি।

ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ২২১ কোটি ৪৮ লক্ষের কিছু বেশি। হিরে নিলামের ইতিহাসে নাতো এত বড় কোনও হিরে কখনও নিলামে উঠেছে, আর নাই তা এত দামে বিক্রি হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button