৯২ বছর বয়সে বাবা হলেন এক চিকিৎসক
৯২ বছর বয়সে তিনি ফের বাবা হয়েছেন। এটা তাঁর কাছে অত্যন্ত আনন্দের। এখন ওই চিকিৎসক চান সদ্যোজাত সন্তানের ২১ বছরের জন্মদিনে শামিল হতে।

তিনি পেশায় চিকিৎসক। অ্যান্টি এজিং বা বয়সের ছাপ নিয়ন্ত্রণের চিকিৎসা করেন তিনি। তবে এ চিকিৎসা যে তাঁর নিজের জীবনেও প্রভাব ফেলেছে সে বিষয়ে এখন নিশ্চিত মানুষজন।
তিনি তাঁর প্রথম স্ত্রীর পরলোকগমনের পর একা হয়ে পড়ছিলেন। সন্তানেরা নিজের নিজের কাজে ব্যস্ত। একাকীত্ব কাটাতে স্থির করেন একটি ভাষা শিখবেন। তিনি ম্যান্ডারিন ভাষা শেখা শুরু করেন এক তরুণীর কাছে। তারপর তাঁকেই ডেট করা। ডিনারে নিয়ে যাওয়া এবং শেষপর্যন্ত বিয়ে করা।
২০১৪ সালে তিনি ডক্টর লু-কে বিয়ে করেন। ২০২৪ সালে তাঁদের এক সন্তানের জন্ম হয়। তখন চিকিৎসক জন লেভিনের বয়স ৯২ আর তাঁর স্ত্রীর বয়স ৩৬।
তাঁদের পুত্র সন্তান হয়। তাঁর স্বামীর কিছু হয়ে গেলে তিনি একা হয়ে পড়বেন এই পৃথিবীতে, তাই সন্তান চেয়েছিলেন লু। সেই ভাবনা থেকেই গ্যাবি-র জন্ম। প্রসঙ্গত ডোনার স্পার্ম ও আইভিএফ পদ্ধতি মেনে জন্ম হয় গ্যাবি-র।
অস্ট্রেলিয়ার চিকিৎসক জন লেভিনের প্রথম সন্তান ৬৫ বছর বয়সে একটি স্নায়ুর রোগে ইহলোক ত্যাগ করেছেন। তৃতীয় সন্তান গ্যাবির জন্মের ৫ মাসের মাথায় চলে যান জনের প্রথম সন্তান।
আপাতত পুত্রশোক ভুলে তাঁর সদ্যোজাত সন্তানকে নিয়ে বেজায় খুশি জন। মা লু ব্যস্ত সন্তানের পরিচর্যায়। জন চান গ্যাবির ২১ বছর বয়সের জন্মদিনে শামিল হতে। তখন তাঁর বয়স হবে ১১৩ বছর।