National

বিজেপিকে ভোট, তালাক দিলেন স্বামী

তিনি চেয়েছিলেন স্ত্রী কংগ্রেসকে ভোট দিন। গ্রামের মোড়লদের তরফেও এমনই ফরমান জারি করা হয়েছিল। কিন্তু স্ত্রীর তাতে প্রবল আপত্তি। তিনি বিজেপিকেই ভোট দেবেন। দিলেনও তাই। আর তাতেই ভেঙে গেল একটা সুখের সংসার। স্ত্রী বিজেপিকে ভোট দেওয়ায় তাঁকে তালাক দিলেন অসমের বাসিন্দা আইনুদ্দিন। অসমের শোনিতপুর জেলার দোনাম আদ্দাহাটি গ্রাম। এখানেই দশ বছরের বিবাহিত সংসার আইনুদ্দিন ও দিলওয়ারা বেগমের। সুন্দর কাটছিল দিনগুলো। বাধ সাধল ভোট। অসমের প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে গ্রামের মোড়লরা ফরমান জারি করেন গ্রামের সকলকে কংগ্রেসকে ভোট দিতে হবে। ফরমান মানতে অস্বীকার করেন দিলওয়ারা বেগম। স্বামী অনেক করে বোঝানোর পরও সেকথা না মেনে বিজেপিকে ভোট দেন তিনি। স্ত্রীর এই আচরণ মেনে নিতে পারেননি আইনুদ্দিন। অগত্যা তালাক।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button