State

রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল

শনিবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল। অসমের নাগরিক পঞ্জীকে কেন্দ্র করে নাগরিক কনভেনশনে যোগ দিতে যাওয়া তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদলকে শিলচর বিমানবন্দর থেকে বার হতে না দেওয়াকে অগণতান্ত্রিক বলে ব্যাখ্যা করেছে তৃণমূল। তাদের প্রতিনিধিদের পুলিশি নিগ্রহের শিকার হতে হয়েছে বলেও দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। তারই প্রতিবাদে শনিবার ও রবিবার রাজ্য জুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

শনিবার সকাল থেকেই সেই নির্দেশ মেনে জেলায় জেলায় পথ অবরোধ, মিছিল, সভা, সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা কালা দিবস পালন করেন। হাওড়ায় মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এছাড়াও রাজ্যের বিভিন্ন কোণায় কালা দিবস পালিত হয়। কয়েক জায়গায় পথ অবরোধ হওয়ায় কিছুটা সমস্যা হয় সাধারণ মানুষের। এদিন কালা দিবস পালন করতে বুকে কালো ব্যাজ পড়ে প্রতিবাদে সামিল হন তৃণমূল নেতা কর্মীরা। শনিবার দিনভরই চলেছে বিভিন্ন জায়গায় মিছিল, পথসভা। আগামী রবিবারও কালা দিবস পালন করবে তৃণমূল।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button