স্থলভাগে ঢুকে তাণ্ডব দেখাল ঘূর্ণিঝড় দানা, এ রাজ্যেও প্রভাব, কলকাতায় একটানা বৃষ্টি
যেমন আবহাওয়া দফতর জানিয়েছিল, তেমন সময়ই স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় দানা। ওড়িশায় ব্যাপক প্রভাব পড়ল তার। এ রাজ্যেও দানা প্রভাব ফেলেছে। কলকাতা ভিজছে টানা বৃষ্টিতে।
রাতে স্থলভাগের যত কাছে এসেছে দানা, ততই তার গতি বেড়েছে। যেন স্থলভাগের কাছাকাছি পৌঁছে সাগর ছাড়ার তাড়াহুড়ো পড়ে যায় দানার। ১০০ কিলোমিটার দূরে থাকতে গতি আরও বাড়ে। তারপর রাতেই ধামরা ও ভিতরকণিকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে শুরু করে ঘূর্ণিঝড়টি।
ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ শুরুর পর থেকে তা সম্পূর্ণরূপে প্রবেশ করতে প্রায় ৪ ঘণ্টার ওপর লেগে যেতে পারে। এক্ষেত্রেও তাই আবহবিদেরা জানিয়ে দেন এখন ল্যান্ডফল প্রক্রিয়া চলবে।
ওড়িশায় তাণ্ডবের মাত্রা অনেক বেশি। কারণ সেখান দিয়েই ঝড়টি প্রবেশ করেছে। তবে পশ্চিমবঙ্গ উপকূলেও তার প্রভাব পড়েছে যথেষ্ট। ঝড়ের দাপটের চেয়েও বৃষ্টির দাপট অনেক বেশি।
কলকাতাতেও একটানা বৃষ্টি শুরু হয় দানার প্রভাবে। যা শুক্রবার সকাল থেকেই জনজীবনে প্রভাব ফেলেছে। এদিকে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পূর্ব মেদিনীপুরেই।
স্থলভাগে সম্পূর্ণ প্রবেশের পর অবশ্য তার ক্ষমতা ক্রমে কমছে। আস্তে আস্তে ঝড়টি একটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। রাতভর ঝড়ের জেরে ক্ষয়ক্ষতি ক্রমে বোঝা যাবে।
কলকাতার জন্য শুক্রবার কমলা সতর্কতা জারি হয়। দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি হয়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায় কমলা সতর্কতা ও বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস।