Kolkata

২১শের মঞ্চে তৃণমূলে সাবিনা, চন্দন, মইনুল

২১শে জুলাইয়ের মঞ্চে প্রতি বছরই কেউ না কেউ তৃণমূলে যোগদান করেন। এবার কিন্তু সেই যোগদান বেশ নজর কাড়ল। সঙ্গে রইল সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি। ঋতব্রত এখন রাজ্যে আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান। ফলে একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গলা ফাটানো সিপিএমের মুখ হয়ে ওঠা ঋতব্রত যে মমতার কাছাকাছি আসতে শুরু করেছেন তা পরিস্কার ছিল। সরাসরি তৃণমূলে যোগ না দিলেও ২১-এর মঞ্চে তাঁর উপস্থিতি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিন তৃণমূলে যোগ দেন কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক ও কাউন্সিলার। যার মধ্যে রয়েছেন, আবু তাহের খান, আবদুল জাহান, সমর বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন, তারেক আনোয়ার।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এছাড়াও তৃণমূলে এদিন নাম লেখান বিজেপির প্রাক্তন সাংসদ চন্দন মিত্র। এটা প্রত্যাশিতই ছিল। কারণ কদিন আগেই তিনি বিজেপি ত্যাগ করেছেন। এছাড়া এদিন তৃণমূলে যোগ দেন প্রাক্তন সিপিএম সাংসদ মইনুল হাসান। যোগ দেন মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। ২০১৯-এর আগে এঁদের দলে পাওয়া তৃণমূলের জন্য অবশ্যই ভাল খবর। এদিন তাঁদের অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত না থাকলেও ঝাড়গ্রামের ৫৬ জন জন প্রতিনিধি তৃণমূলে যোগ দিয়েছেন বলে এদিন জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *