Categories: Kolkata

ভারী বৃষ্টির পূর্বাভাস

Published by
News Desk

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল তা আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। তা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হতে পারে। কোথাও অতি ভারী তো কোথাও তার চেয়ে কম বৃষ্টি হবে। যদিও মঙ্গলবার বিকেল পর্যন্ত কলকাতা‌র আকাশে মেঘের আনাগোনা থাকলেও তেমন বৃষ্টি হয়নি। তবে সন্ধের পর কয়েকটি জায়গায় বৃষ্টি নামে। তবে তা সোমবারের মত চেহারা নেয়নি।

Share
Published by
News Desk

Recent Posts