Kolkata

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। এই নিম্নচাপের জেরে বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতা : বৃষ্টি হচ্ছে গত মঙ্গলবার থেকেই। বুধবারও বৃষ্টি হয়েছে। তারপর বৃহস্পতিবারও সকাল থেকে দিনভর দফায় দফায় জলে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। যেভাবে আকাশ মেঘে ঢাকা থেকে বৃষ্টি হয়ে চলেছে তাতে এ বৃষ্টি যে এখনই থেমে যাওয়ার নয় তা সকলের কাছেই পরিস্কার। হাওয়া অফিস জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জেরেই এই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি চলবে বলেও জানানো হয়েছে। আগামী ২৫ অগাস্ট পর্যন্ত বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস।

উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তো রয়েছেই। তার সঙ্গে আরও একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। জোড়া নিম্নচাপ তৈরি হয়ে গেলে বৃষ্টি আরও বাড়তে পারে বলেই জানানো হয়েছে। ২৫ অগাস্ট পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীর জল এর জেরে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যা বেশি বাড়লে কিছু এলাকা প্লাবিতও হতে পারে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হতে পারে। এদিকে টানা বৃষ্টিতে সমস্যার শিকার হন কাজে বার হওয়া সাধারণ মানুষ। কিন্তু মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাঁদের চিন্তা অনেকটা কম। টানা বৃষ্টির জেরে প্যাচপ্যাচে রাস্তাঘাটে বৃষ্টিতে ভিজে কাজে বার হওয়ার চাপটা প্রায় নেই। বৃষ্টিতে বাড়িতেই থাকার সুযোগ থাকছে অধিকাংশ মানুষের। সামান্য বাজারহাট করতে যেতে হলেও কাজে বার হওয়ার চিন্তা কম।

বৃহস্পতিবার ও শুক্রবার লকডাউন থাকায় বৃষ্টির জন্য তাঁদের সমস্যা অনেকটা কমেছে। বৃষ্টির মধ্যে কাজে বার হতে হচ্ছেনা। বাড়িতেই থাকার সুযোগ থাকছে। তারপর আবার শনি ও রবিবার। শনিবার কিছু জায়গায় কাজ হলেও সব খোলা থাকেনা। আর রবিবার তো ছুটিই। ফলে সেদিনও কাজে বার হওয়ার নেই। সেই গিয়ে ফের সোমবার নিউ নর্মাল জীবনে কাজে ফেরা। সে সময় বৃষ্টি এভাবেই চললে কিছুটা সমস্যা হতে পারে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *